Friday, August 10, 2012

কুন্তল বিশ্বাসের স্মৃতিচারন অনুষ্ঠান

ছাত্র ইউনিয়নের উদ্যোগে ১০ আগষ্ট দুপুর ১২টায় নেত্রকোনা আর্দশ শিশু বিদ্যালয়ের প্রাঙ্গনে নানা আয়োজনের মধ্য দিয়ে কুন্তল বিশ্বাসের ৬৬তম জন্মদিন পালন করে। আয়োজনে শহরের বিভিন্ন স্কুলের প্রচুর সংখ্যাক শিক্ষার্থী অংশ গ্রহন করে। এই আয়োজনের উল্লেখযোগ্য দিক ছিল প্রথম পর্বে ক গ্রুপ প্রথম ১ম থেকে ২য়, খ গ্রুপ ৩য় থেকে ৫ম শ্রেনির শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা এবং ৬ষ্ঠ থেকে দশম শ্র্রেনি পযর্ন্ত শিক্ষার্থীদের মধ্যে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা। দ্বিতীয় পর্বে কুন্তল বিশ্বাসের
স্মৃতিচারন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আওলাদ হোসেন রনির সভাপতিত্বে দেশবরেন্য বুদ্ধিজীবী অধ্যাপক যতীন সরকারের প্রানময় বক্তৃতায় শিশুসহ উপস্থিত সকলকে আলোড়িত করে। আরো আলোচনা করেন অধ্যাপক মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, ন্যাপ নেতা মোজাম্মেল হক বাচ্চু, অচিন্ত্য কুমার টুটু, মোস্তাফিজুর রহমান, এডভোকেট খাজা হুমায়ুন কবীর, জেসমিন আক্তার খাতুন, সঞ্জয় সরকার, হাসান মাহমুদ লিমন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনের দায়িত্ব পালন করেন নিহার সরকার অংকুর। সব শেষে প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় পুরস্কার প্রাপ্তদের মধ্যে বই এবং সার্টিফিকেট বিতরন করেন অধ্যাপক যতীন সরকার। 

প্রতিবেদন : আবুল কাইয়ুম আহাম্মদ  

No comments:

Post a Comment