Wednesday, October 17, 2012

আটপাড়ায় রাখাল খুন, জড়িত সন্দেহে আটক দুই

আটাপাড়া, নেত্রকোণা : আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের রামসিদ্দ গ্রামের মাঠের ধান পাহাড়াদার মোঃ উলাস মিয়া (৪৮) গত মঙ্গলবার রাতে খুন হয়েছেনিহত ব্যক্তি রামসিদ্দ গ্রামের জয়ন উদ্দিনের ছেলে

পুলিশ ও এলাকবাসী সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে এলাকাবাসী মিলে উলাস মিয়ার কাছে
ধানের মাঠ দেখাশুনার দায়িত্ব দিয়েছিলগত মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো উলাস মিয়া মাঠের ধান পাহারা দিতে যায়সে (উলাস মিয়া) রাত আনুমানিক সাড়ে বারটার দিকে বাড়ি থেকে কিছু দূরে হঠা আর্ত-চিকার দেয়চিকার শুনে তার স্ত্রী ,তার এক ছেলে, ভাতিজা সাদ্দাম ও রুবেল, সাইফুল দ্রুত মাঠে যায়সেখানে তাকে আহত অবস্থায় পেয়ে দ্রুত আটপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেনিহতের বুকের বাম পাশে স্টেপ করার চিহ্ন রয়েছে

পুলিশ আরও জানায় আহত অবস্থায় কারা তাকে খুন করেছে তাদের নাম বলেছেতদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে নাবিষয়টি খতিয়েও দেখা হচ্ছেঘটনার সাথে জড়িত সন্দেহে একই গ্রামের এলাল উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৫) ও কামরুল ইসলাম(৩২) কে পুলিশ আটক করেছে

আটপাড়া থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান (২) বলেন, ‘লাশ ময়না তদন্তের কাজ এবং মামলার প্রস্তুতি চলছে

প্রতিবেদন : রাজর্ষি দেবনাথ সুমন 
পোষ্ট    : বাংলাদেশ সময় : বুধবার রাত ১১ : ৫০ মিনিট, ১৭ অক্টোবর,২০১২  

No comments:

Post a Comment