পুলিশ ও এলাকবাসী সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে এলাকাবাসী মিলে উলাস মিয়ার কাছে
ধানের মাঠ দেখাশুনার দায়িত্ব দিয়েছিল । গত মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো উলাস মিয়া মাঠের ধান পাহারা দিতে যায়। সে (উলাস মিয়া) রাত আনুমানিক সাড়ে বারটার দিকে বাড়ি থেকে কিছু দূরে হঠাৎ আর্ত-চিৎকার দেয়। চিৎকার শুনে তার স্ত্রী ,তার এক ছেলে, ভাতিজা সাদ্দাম ও রুবেল, সাইফুল দ্রুত মাঠে যায়। সেখানে তাকে আহত অবস্থায় পেয়ে দ্রুত আটপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের বুকের বাম পাশে স্টেপ করার চিহ্ন রয়েছে।
ধানের মাঠ দেখাশুনার দায়িত্ব দিয়েছিল । গত মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো উলাস মিয়া মাঠের ধান পাহারা দিতে যায়। সে (উলাস মিয়া) রাত আনুমানিক সাড়ে বারটার দিকে বাড়ি থেকে কিছু দূরে হঠাৎ আর্ত-চিৎকার দেয়। চিৎকার শুনে তার স্ত্রী ,তার এক ছেলে, ভাতিজা সাদ্দাম ও রুবেল, সাইফুল দ্রুত মাঠে যায়। সেখানে তাকে আহত অবস্থায় পেয়ে দ্রুত আটপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের বুকের বাম পাশে স্টেপ করার চিহ্ন রয়েছে।
পুলিশ আরও জানায় আহত অবস্থায় কারা তাকে খুন করেছে তাদের নাম বলেছে। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না। বিষয়টি খতিয়েও দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে
একই গ্রামের এলাল উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৫) ও কামরুল ইসলাম(৩২) কে পুলিশ
আটক করেছে।
আটপাড়া থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান (২) বলেন, ‘লাশ ময়না তদন্তের কাজ এবং মামলার প্রস্তুতি চলছে।
পোষ্ট : বাংলাদেশ সময় : বুধবার রাত ১১ : ৫০ মিনিট, ১৭ অক্টোবর,২০১২।
No comments:
Post a Comment