Tuesday, November 13, 2012

নেত্রকোণায় নানা আয়োজনে হুমায়ুনের জন্মদিন পালিত

জিয়াউর রহমান জীবন কেন্দুয়া থেকে: নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার স্থানীয় বিভিন্ন সংগঠন নানা কর্মসূচী উসব মুখর পরিবেশে পালন করেছে
দিবসটি উযাপন উপলক্ষে সকাল ৯টায় হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদ, অগ্রপথিক সংগঠন, সমকাল সুহৃদ সমাবেশ ও যুগান্তর স্বজন সমাবেশ এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে
কলেজ রোড থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়শোভাযাত্রা শেষে জন্মদিনের কেক কাটেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম ও তাঁর শিশুপুত্র মোহাম্মদ শাফিন রেজাএ সময় এক আলোচনায় বক্তব্য রাখেন- প্রগতি পাঠক চক্রের সভাপতি অধ্যাপক রণেন সরকার,  কেন্দুয়া ডিগ্রী কলেজের প্রভাষক আবুল বাশার, শিল্পী দিলবাহার খান, সুসেন সাহা রায়, আবুল হাসেম বয়াতী, হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদের সভাপতি মজিবুর রহমান কিবরি,  ল্যাবরেটরী স্কুলের পরিচালক বদিউজ্জামান বকুল, সাংবাদিক বিজয় রজক, লাইমুন হোসেন ভূঁইয়া, অগ্রপথিক সংগঠনের সাকিরা ইসলাম, সাব্বির আহমেদ প্রমুখ
অপরদিকে হুমায়ূন আহমেদের হাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষক, ছাত্রছাত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে বিদ্যাপীঠ প্রাঙ্গণ থেকে বঙ্গবাজার পযর্ন্ত বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেপরে অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা
হুমায়ূন আহমেদের চাচা আলতাফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্ব শর্মা, হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদের সভাপতি মুজিবুর রহমান কিবরি, শিক্ষক তারিকুজ্জামান কামাল, ডা.সাইফূল ইসলাম জয় ও ডা. নূরুল হুদা খান প্রমুখ
পরে স্থানীয় শিল্পীরা বিভিন্ন সংগীত পরিবেশন করেএদিকে কেন্দুয়া উপজেলা হাসপাতালে চিকিসকগণ দিনব্যাপী বিনা মূল্যে চিকিসাসেবা প্রদান করে 
শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, সন্ধ্যায় শহীদ স্মৃতি ফলক প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও রাতে প্রদর্শিত হবে হুমায়ূন আহমেদ রচিত ঘেটুপুত্র কমলা চলচিত্রটি

পোষ্ট :  বাংলাদেশ সময় : মঙ্গলবার রাত  ৮ : ০২ মিনিট, ১৩ নভেম্বর, ২০১২  

No comments:

Post a Comment