Wednesday, October 31, 2012

মদনে হত্যা মামলার ফেরারী আসামী গ্রেফতার

পরিতোষ দাস, মদন,(নেত্রকোণা):  নেত্রকোণা জেলার মদন উপজেলায় বুধবার ভোরে সিংহের বাজার এলাকা থেকে নোয়াগাঁও গ্রামের শফিক হত্যা মামলার ফেরারী আসামী রহিছ উদ্দিনকে গ্রেফতার করেছে মদন থানা পুলিশ
মদন থানার এস,আই নজরুল ইসলাম জানান, মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের নোয়াগাঁও
গ্রামে ২০০৯ সালে জমি সংক্রান্ত বিষয় দুদলের সংঘর্ষে খুন হয় শফিকুল ইসলামউক্ত খুনের মামলার আসামী রহিছ উদ্দিন কোর্টে হাজির না হয়ে পলাতক ছিলদীর্ঘ তিন বছর পর রহিছ উদ্দিন বাড়ীতে আসেএ সংবাদ পেয়ে ওসি মাহাবুবুর রহমানের নির্দেশে এস,আই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ফেরারী আসামী রহিছ উদ্দিনকে গ্রেফতার করেপরে নেত্রকোণা কোর্ট হাজতে প্রেরণ করে

পোষ্ট :  বাংলাদেশ সময় : বুধবার রাত ১১: ২০ মিনিট, ৩১ অক্টোবর, ২০১২    

No comments:

Post a Comment