নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আজিজুর রহমান জানান, নেত্রকোণা জেলা শহরের ষ্টেশন রোডে মার্চ মাসের প্রথম দিকে টিডিএস
আউটসোর্সিং লিমিটেড নাম দিয়ে কার্যালয় খুলে বসেন স্বপন পুরকায়স্থ । কার্যালয় খোলার পরই এম এল এম
পদ্ধতিতে ক্লিক টু আর্ন এর মাধ্যমে ডলার কামানোর লোভনীয় প্রতারনার ফাদ পাতেন তিনি। ঘরে বসে ইন্টারনেটে কম্পিউটারে নির্দিষ্ট ছকে ক্লিক করে ডলার কামানোর আশায় নেত্রকোণার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও নানা পেশার লোক জন পাচ হাজার টাকা দিয়ে একেকটি একাউন্ট খোলেন। স্বপন পুরকায়স্থ তাদের স্বপ্ন দেখায় একেকটি একাউন্ট থেকে প্রতিদিন এক ডলার করে আয় হবে। এই আশায় নেত্রকোণার শতশত লোকজন একাধিক একাউন্ট খোলেন। দীর্ঘদিন ক্লিক করেও একাউন্টধারীরা কোন ডলার কামাতে পারেননি। পরে তারা টিডিএস এর স্বপন পুরকায়স্থকে ডলারের জন্য চাপ দিতে থাকেন। এঅবস্থায় তাদেরকে ক্লিকের বিপরীতে ডলার পাওয়ার আশ্বাস দিয়ে আজ কাল করে ঘুরাতে থাকেন স্বপন পুরকায়স্থ । টিডিএস আউটসোর্সিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচলিক স্বপন পুরকায়স্থ নেত্রকোণার শতশত লোকজনের কাছ থেকে আউটসোর্সিং এর মাধ্যমে ডলার কামানোর কথা বলে ৪ কোটি টাকা আত্মসাত করার অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।
পদ্ধতিতে ক্লিক টু আর্ন এর মাধ্যমে ডলার কামানোর লোভনীয় প্রতারনার ফাদ পাতেন তিনি। ঘরে বসে ইন্টারনেটে কম্পিউটারে নির্দিষ্ট ছকে ক্লিক করে ডলার কামানোর আশায় নেত্রকোণার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও নানা পেশার লোক জন পাচ হাজার টাকা দিয়ে একেকটি একাউন্ট খোলেন। স্বপন পুরকায়স্থ তাদের স্বপ্ন দেখায় একেকটি একাউন্ট থেকে প্রতিদিন এক ডলার করে আয় হবে। এই আশায় নেত্রকোণার শতশত লোকজন একাধিক একাউন্ট খোলেন। দীর্ঘদিন ক্লিক করেও একাউন্টধারীরা কোন ডলার কামাতে পারেননি। পরে তারা টিডিএস এর স্বপন পুরকায়স্থকে ডলারের জন্য চাপ দিতে থাকেন। এঅবস্থায় তাদেরকে ক্লিকের বিপরীতে ডলার পাওয়ার আশ্বাস দিয়ে আজ কাল করে ঘুরাতে থাকেন স্বপন পুরকায়স্থ । টিডিএস আউটসোর্সিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচলিক স্বপন পুরকায়স্থ নেত্রকোণার শতশত লোকজনের কাছ থেকে আউটসোর্সিং এর মাধ্যমে ডলার কামানোর কথা বলে ৪ কোটি টাকা আত্মসাত করার অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।
ওসি আরো জানান, রাত সোয়া ৮টার দিকে
টিডিএস আউটসোর্সিং লিমিটেডের প্রতারনার শিকার সদর উপজেলার চল্লিশা গ্রামের দেলোয়ার
হোসেন বাদি হয়ে প্রতারনার অভিযোগ এনে টিডিএসএর ব্যবস্থাপনা পরিচালক স্বপন পুরকায়স্থকে
আসামী করে নেত্রকোণা মডেল থানায় মামলা করেছেন।
প্রতিবেদন : লাভলু পাল চৌধুরী
পোষ্ট : বাংলাদেশ সময়
: বুধবার রাত ১১ : ৫৫ মিনিট, ১৭ অক্টোবর,২০১২।
No comments:
Post a Comment