Tuesday, October 9, 2012

কেন্দুয়ায় কলেজ শিক্ষককে লাঞ্ছিত, ৩ ছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ

কেন্দুয়া, নেত্রকোণা : নেত্রকোণার কেন্দুয়া ডিগ্রী কলেজের শিককে লাঞ্ছিত করার ঘটনায় ৩ ছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন কলেজের অধ্যক্ষ
মঙ্গলবার বিকেলে কেন্দুয়া ডিগ্রী কলেজের অধ্য উত্তম কুমার কর এ অভিযোগ দায়ের করেন
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে কলেজের ইংরেজী প্রভাষক মো: আবুল বাশার মিয়া কাস পরীক্ষা নেয়ার সময়
কলেজছাত্র সাজিম, আবুল বাশার, রিয়াদ বারান্দায় পায়চারী করছিল এবং মোবাইল ফোনে উচ্চস্বরে গান বাজাচ্ছিলএ সময় শিক্ষক আবুল বাশার তাদেরকে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষককে গালিগালাজ ও শারিরীকভাবে লাঞ্চিত করে
এ ঘটনার প্রেক্ষিতে ওই ৩ ছাত্রকে শিক্ষকরা জিজ্ঞাসাবাদ করার সময় তারা অধ্যক্ষ সহ সকল শিক্ষকদের হুমকি প্রদর্শন করেএক পর্যায়ে কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মাহফুজুল হক ভূঞাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করতে উদ্যত হয় ছাত্ররাতখন শিক্ষকরা সাধারণ ছাত্রদের সহযোগিতায় রক্ষা পায়পরে ৩ ছাত্র কলেজে ত্রাস সৃষ্টি করে পরিবেশ নষ্ট করতে চাইলে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেএ ঘটনায় কলেজের শিক্ষকরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন
এ ব্যাপারে অধ্যক্ষ উত্তম কুমার কর জানান, আমাদের কলেজের পাঠদান পরিবেশ প্রশংসার দাবীদারকিন্তু মঙ্গলবার কতিপয় ছাত্ররা সুন্দর পরিবেশকে ভয়াবহ করে তোলে
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অভিরঞ্জন দেব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা সামাল দেয়এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে

প্রতিবেদন : জিয়াউর রহমান জীবন 
পোষ্ট :  বাংলাদেশ সময় : বুধবার সকাল ০৮ : ৫৭ মিনিট, ১০ অক্টোবর, ২০১২  

No comments:

Post a Comment