Wednesday, November 21, 2012

নেত্রকোণায় কবি সুফিয়া কামালের স্মরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, সোহান আহম্মদ কাকন : কবি সুফিয়া কামালের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে উদীচীর উদ্যোগে গত মঙ্গল সন্ধ্যায় নেত্র কোনা জেলা উদীচীর কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে
উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে স্মরণ সভায় কবির জীবনের নানা দিক
নিয়ে আলোচনা করেন নেত্রকোণা সরকারী কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মতীন্দ্র সরকার (সুফিয়া কামালের দর্শন), কর্মরত সহযোগী অধ্যাপক বিধান মিত্র (সুফিয়া কামালের সাহিত্য), সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা(সুফিয়া কামালের মুক্তিযুদ্ধে অবদান), প্রভাষক ফারজানা খানম (সুফিয়া কামালের জীবন ও সাহিত্য) ও উদীচীর সম্পাদক রাতুল বিশ্বাস প্রমুখআলোচনা সভা শেষে কবির স্মরণে হায়দার শেলী স্মৃতি সংগীত বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে
পোষ্ট :  বাংলাদেশ সময় : বুধবার সন্ধ্যা  ৭ : ০৮ মিনিট, ২১ নভেম্বর, ২০১২ 

No comments:

Post a Comment