উক্ত আলোচনা সভায়
সভাপতিত্ব করেন খালেকদাদ চৌধুরী সাহিত্য সংসদের সভাপতি ক্যাপ্টেন কামাল আজাদ।
বরেণ্য কথা
সাহিত্যিক খালেকদাদ চৌধুরীর সাহিত্যের ধারা নিয়ে আলোচনা করেন- হায়দার জাহান
চৌধুরী, প্রেস ক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, পাবলিক লাইব্রেরী সহ-সভাপতি
মোজাম্মেল হক বাচ্চু, সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরী, উদীচীর সাবেক
সভাপতি সানোয়ার হোসেন ভূইয়া, শিকড় উন্নয়ন কর্মসূচীর সভাপতি রফিকুল ইসলাম আপেল, এডভোকেট
শাহানেয়াজ ফকির, লোকজ সংগ্রাহক ও নেত্রকোণার আলোর বার্তা সম্পাদক আবুল কাইয়ুয়
আহম্মদ।
খালেকদাদ চৌধুরীর
জীবন ও সমগ্র সাহিত্য কর্মময় বিষয়ের উপর প্রবন্ধ পাঠ করেন কবি মাহমুদ সিমান্ত।
অনুষ্ঠানটির
সঞ্চলনের দায়িত্ব পালন করেন খালেকদাদ চৌধুরী সাহিত্য সংসদের সাধারন সম্পাদক তানভীর
জাহান চৌধুরী।
No comments:
Post a Comment