
শনিবার আড়াইটার দিকে কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামে হুমায়ূন
আহমেদ প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ পরিদর্শনকালে এক মত বিনিময় সভায়
এমপি কোরাইশী বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থীদের এ আশ্বাস দেন।
এমপি কোরাইশী বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থীদের এ আশ্বাস দেন।
শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় কোরাইশী বলেন, হুমায়ূন আহমেদ ছিলেন একজন আলোকিত মানুষ। তাঁর সৃষ্টি কর্মের
মাধ্যমে তিনি আমাদের মাঝে অনন্তকাল বেঁচে থাকবেন। তিনি যে উদ্দেশ্য নিয়ে এই প্রত্যন্ত অঞ্চলে ব্যক্তিগত অর্থ ব্যয়ে এতবড় একটি শিক্ষা
প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন তাঁর সে স্বপ্ন বাস্তবায়নে খুব শীঘ্রই এ বিদ্যাপীঠকে এমপিওভূক্ত
করা হবে। এজন্য যা কিছু করতে হয়, আমি করব ইনশাল্লাহ।
এ সময় হুমায়ূন আহমেদের চাচা আলতাফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নূরুল ইসলাম, বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তিনি বিদ্যাপীঠের শিক্ষকদের নিয়ে শহীদ ফয়জুর রহমান স্মৃতি পাঠাগার, কম্পিউটার ল্যাব ও প্রতিটি শ্রেণীকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের
সঙ্গে কুশল বিনিময় করেন।
শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান জানান, এই প্রথমবার এমপি মহোদয় আমাদের স্কুল পরিদর্শনে এলেন এবং বিদ্যালয়টি
এমপিওভূক্ত করার আশ্বাস দিয়েছেন। এতে আমরা কৃতজ্ঞ।
পোষ্ট : বাংলাদেশ সময় : শনিবার রাত ১১: ৫০ মিনিট, সেপ্টেম্বর ২২, ২০১২।
No comments:
Post a Comment