Saturday, November 24, 2012

নেত্রকোণা সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক

সোহান আহম্মদ কাকন, স্টাফ রিপোর্টার : ১১ বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)-এর জোয়ানরা শনিবার সন্ধ্যায় নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের লেঙ্গুরা কালাপানি নামক স্থান থেকে মাতাল অবস্থায় বি আর সাংমা নামক এক ভারতীয় নাগরিককে আটক করেছে
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভারতের রংরা এলাকার ভারতীয় নাগরিক বি আর সাংমা
বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের লেঙ্গুরা কালাপানি গ্রামে অনুপ্রবেশ করে মদ্যপ অবস্থায় মাতলামি করা কালে ১১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জোয়ানরা তাকে আটক করে
এ ব্যাপারে নেত্রকোণা বিজিবির কমান্ডিং অফিসার লেঃ কর্নেল হা হেন ম্রং এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
পোষ্ট :  বাংলাদেশ সময় : বোরবার সকাল ৭ : ৫০ মিনিট, ২৫ নভেম্বর, ২০১২   

No comments:

Post a Comment