Monday, October 29, 2012

মদনে কোরবানি পশুকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

পরিতোষ দাস. মদন (নেত্রকোণা): নেত্রকোণার জেলায় মদন উপজেলায় কোরবানি পশুর ভাগাভাগি নিয়ে গত শুক্রবার মদনে দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ৫জন আহত হয়েছেআহতদের মধ্যে রেনু আক্তার (৬০), সেলিনা (৫৫) ও জাহাঙ্গীর আলম
(২৪)কে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়
পরিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কাইটাইল ইউনিয়নের খাগুরিয়া গ্রামের জাহাঙ্গীর আলম কোরবানি দেবার জন্য একটি ষাড় গরু কিনে বাড়িতে আনেএর ভাগাভাগি নিয়ে একই গ্রামের ছাত্তারের সঙ্গে জাহাঙ্গীরের বাকবিতন্ডার এক পর্যায়ে দুগ্রুপের সংঘর্ষ বাধেএতে ৫জন আহত হয়আহতদের মধ্যে রফিকুল ও তারেককে স্থানীয় পল্লী চিকিসকের চিকিসাধীন রয়েছেমদন থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

পোষ্ট :  বাংলাদেশ সময় : সোমবার সন্ধ্যা ৬ : ৩০ মিনিট, ২৯ অক্টোবর, ২০১২    

No comments:

Post a Comment