এ
বিষয়ে নেত্রকোনা
পুলিশ সুপার
কার্যালয়ে সোমবার
পুলিশ সুপার
জাকির হোসেন
জনান, জেলার সার্বিক
আইন শৃংখলা
পরিস্থিতি আগের
তুলনায় একটু
ভালো। জেলায়
যে সমস্ত
খুনের ঘটনা
ঘটেছে, সেগুলো পারিবারিক, যৌতুক এবং জমি সংক্রান্ত। গত ১১ মাসে এ জেলায় রাজনৈতিক খুনের কোন ঘটনা ঘটে নাই।
ঘটেছে, সেগুলো পারিবারিক, যৌতুক এবং জমি সংক্রান্ত। গত ১১ মাসে এ জেলায় রাজনৈতিক খুনের কোন ঘটনা ঘটে নাই।
তিনি
আরো জানান, গত
নভেম্বর মাসে
২টি খুন, ২০টি
নারী নির্যাতন, ২১টি
মাদক সংক্রান্ত, ২টি
চোরাচালান, ১টি অস্ত্র
আইনে মামলাসহ
১৯৬টি মামলা
রুজু হয়েছে। নারী নির্যাতন
মামলা সংক্রান্ত
এক প্রশ্নের
জবাবে তিনি
বলেন, নারী নির্যাতন
মামলার অধিকাংশই
প্রতিপক্ষকে হয়রানী
ও ঘায়েল
করার জন্য
করা হয়ে
থাকে। তিনি
বলেন, হত্যা মামলার
অধিকাংশ আসামী
গ্রেফতারসহ পুলিশ
১২৯২ জন
ওয়ারেন্টের আসামীকে
গ্রেফতার করেছে। তিনি জেলার
সার্বিক আইন
শৃংখলা পরিস্থিতির
উন্নয়নে সাংবাদিকদের
সর্বাত্মক সহযোগিতা
কামনা করেন। এ সময়
অতিরিক্ত পুলিশ
সুপার দেলোয়ার
হোসেন, অতিরিক্ত পুলিশ
সুপার(অপরাধ)
আব্দুল মোমেন
ও সহকারী
পুলিশ সুপার
শরীফুল ইসলাম
উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment