
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আব্দুর রউফ সোমবার সকালে জানান, কামাল প্রায় মাস খানেক আগে একই গ্রামের রইছ উদ্দিনের মেয়ে আজিদাকে
ভালোবেসে বিয়ে করে। কিন্তু এ বিয়ের
১৫ দিন না পেরুতেই আজিদা কামালকে ডির্ভোস দেয়। এ ঘটনায় কামাল ও তার পরিবারকে দোষী করে আজিদার বাবা তাদেরকে হুমকি দিয়ে বলে তোরা আমার মেয়েকে ডির্ভোস দিতে বাধ্য করিয়েছিস এ জন্য তোদের নামে আমি মামলা করব। এসব কথা শোনার পর কামাল গত সোমবার দিনের বেলা বিষপান করে। পরে গুরুতর অবস্থায় কামালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোগির অবস্থা বেগতিক দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১টার দিকে কামালের মৃত্যু হয়।
১৫ দিন না পেরুতেই আজিদা কামালকে ডির্ভোস দেয়। এ ঘটনায় কামাল ও তার পরিবারকে দোষী করে আজিদার বাবা তাদেরকে হুমকি দিয়ে বলে তোরা আমার মেয়েকে ডির্ভোস দিতে বাধ্য করিয়েছিস এ জন্য তোদের নামে আমি মামলা করব। এসব কথা শোনার পর কামাল গত সোমবার দিনের বেলা বিষপান করে। পরে গুরুতর অবস্থায় কামালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোগির অবস্থা বেগতিক দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১টার দিকে কামালের মৃত্যু হয়।
ময়নাতদন্তের পর সোমবার বিকেলে নামাজে জানাযা শেষে কামালের মরদেহ গ্রামের পারিবারিক
কবরস্থানে দাফন করা হবে।
প্রতিবেদন : জিয়াউর রহমান জীবন
পোষ্ট : বাংলাদেশ সময় : সোমবার বিকাল ৫: ২২ মিনিট, সেপ্টেম্বর
২৪, ২০১২।
No comments:
Post a Comment