Saturday, October 13, 2012

নেত্রকোণায় দূর্গাপূজা আয়োজকদের সাথে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা

নেত্রকোণা আসন্ন দূর্গাপূজা উদ্যাপনে নিশ্চিদ্র  নিরাপত্তা নিয়ে পূজা আয়োজকদের সাথে জেলা পুলিশ প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছেশনিবার সকালে জেলা পুলিশ প্রশিক্ষন ভবন মিলনায়তনে এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি নির্মল কুমার দাস , সম্পাদক মঙ্গল সাহা , কেশব রঞ্জন সরকার মত বিনিময় সভায় জেলা পুলিশের উর্ধ্বতন
কর্মকর্তা, পূজা দযাপন কমিটির নেতৃবৃন্দসহ ৪১০টি মন্ডপের পূজা আয়োজকরা অংশ নেন
মতবিনিময় সভায় শ্বারদীয় দূর্গোসব আনন্দ শান্তিতে দযাপন করতে পুলিশ, আনসার, র‌্যাব, গোয়েন্দাদের সমন্বয়ে ৪স্তরের নিরাপত্তা নেওয়ার কথা  জানিয়েছে পুলিশ প্রশাসন

প্রতিবেদন : লাভলু পাল চৌধুরী 

No comments:

Post a Comment