Thursday, November 1, 2012

নেত্রকোণায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

কেন্দুয় প্রতিনিধি (নেত্রকোণা): নেত্রকোণা জেলার কেন্দুয়ায় উপজেলার পাইকুড়া বাজার মোড়ে বৃহস্পতিবার দুপুরে মোটর সাইকেলের ধাক্কায় সুমিতা রাণী ঘোষ (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন  নিহত সুমিতা রাণী পাইকুড়া ইউনিয়নের করিমখাঁগাতী গ্রামের বাসিন্দা
প্রত্যক্ষদর্শীরা জানান,  সুমিতা রাণী দুধ কিনার জন্য বাড়ি থেকে বাজারে আসেন। দুধ কিনে
নিজ বাড়িতে ফেরার সময় হঠা পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে দ্রুত পার্শ্ববর্তী উপজেলা তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন
বিষয়ে কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আলমগীর শেখ জানান, এ ঘটনায় মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে কিন্তু চালক কে খুঁজে পাওয়া যায়নি। 
পোষ্ট :  বাংলাদেশ সময় : বৃহস্পতিবার রাত  ১১: ৪০ মিনিট, ০১ নভেম্বর, ২০১২    

No comments:

Post a Comment