Sunday, October 7, 2012

দুর্গাপুরে ২দিন যাবৎ পরিবহন ধর্মঘট, কর্তৃপক্ষ নিরব

দুর্গাপুর, নেত্রকোণা : নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলায় গত ২দিন যাব পরিবহন ধর্মঘট চলছেদুর্গাপুর থেকে ময়মনসিংহ, ঢাকা সহ দুরপাল্লার সকল গাড়ী চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে

দুর্গাপুর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ তারা জানান, আমরা মাননীয় জেলা প্রশাসক ও দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে
লিখিত অভিযোগ দিয়েছি, তার পরেও কোন কাজ হচ্ছে নাসমস্যা সুরাহা না হওয়া পর্যন্ত আমাদের ধর্মঘট চলবেআমাদের দাবী ছিল সামনে ঈদ ও পুজা, দুর্গাপুর থেকে অবৈধ নছিমন গাড়ী গুলো মহাসড়কে চলাচল বন্ধ করে দেয়া, কেননা সেই গাড়ী গুলোর জন্যে আমরা আমাদের গাড়ী গুলো চালাতে পারছি না

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার জনান, আমি অভিযোগ পেয়েছি এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেব

এলাকাবাসী মনে করেন, যাত্রী সাধারনের দুর্ভোগের কথা চিন্তা করে প্রশাসনের এগিয়ে আসা উচিত

প্র্রতিবেদন : তোবারক হোসেন খোকন   

পোষ্ট :  বাংলাদেশ সময় : রবিবার রাত ১১ : ৪৩ মিনিট, ০৭ অক্টোবর, ২০১২   

No comments:

Post a Comment