
দুপুরে নিহতের লাশের
ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে জানান
কলমাকান্দা থানার ওসি। নিহত
পারভীন কলমাকান্দা উপজেলার মৌতল গ্রামের
রমিজ উদ্দিনের মেয়ে।
রমিজ উদ্দিনের মেয়ে।
কলমাকান্দা থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলক চন্দ্র বসাক জানান, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী স্ত্রীর
মাঝে ঝগড়া বাধে। এক পর্যায়ে
স্বামী আজিজুল কুড়াল দিয়ে স্ত্রী পারভীনের মাথায় কোপ দেয়। প্রতিবেশীরা গুরুতর আহত পারভীনকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
যায় । পরে অবস্থার আরো অবনতি
হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেওয়ার পথে তিনি রাত নয়টার দিকে মারা যান।
এ ব্যাপারে নিহত
পারভীনের বাবা রমিজ উদ্দিন বাদি হয়ে আজিজুল হককে আসামি করে কলমাকান্দা থানায় হত্যা
মামলা করেছেন।
প্রতিবেদন : লাভলু পাল চৌধুরী
পোষ্ট : বাংলাদেশ সময় : শুত্রবার রাত ১০ : ৪৫ মিনিট, ০৫ অক্টোবর, ২০১২।
No comments:
Post a Comment