Tuesday, September 18, 2012

কেন্দুয়ায় ৩দিনেও মেলেনি অজ্ঞাতনামা যুবকের লাশের পরিচয়

কেন্দুয়া (নেত্রকোণা) : নেত্রকোণার কেন্দুয়ায় কেন্দুয়ায় ৩দিনেও মেলেনি অজ্ঞাতনামা যুবকের লাশের পরিচয়
মঙ্গলবার দুপুর কেন্দুয়া থানার এসআই দেলোয়ার হোসেন জানান, উপজেলার স্বল্পটেঙ্গুরী গ্রামের ধান ক্ষেত্রের আইল থেকে রোববার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে অজ্ঞাত পরিচয় এক যবুকের লাশ (২৬) উদ্ধার করে থানা পুলিশ
কেন্দুয়া থানার অফিসার ইন-চার্জ (তদন্ত) অভি রঞ্জন দেব জানান, মৃত যুবকের গায়ে আঘাতের
কোন চিহ্ন ছিলনাতবে লাশের পাশ থেকে দুটি খালি বিষের বোতল উদ্ধার করা হয়অজ্ঞাত পরিচয় যুবকের লাশের পরিচয়ের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে

প্রতিবেদন:  জিয়াউর রহমান জীবন
পোষ্ট : বাংলাদেশ সময় : মঙ্গলবার রাত ১১: ৩৪ মিনিট, সেপ্টেম্বর ১৮, ২০১২   

No comments:

Post a Comment