Tuesday, November 6, 2012

নেত্রকোণায় শিশু সাংবাদিকতা আগ্রহীদের নিবন্ধনের সময়সীমা বেড়েছে

নেত্রকোণার আলো ডেস্ক : নেত্রকোণা শিশুদের সংবাদ সেবা কার্যক্রমে আগ্রহীদের নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে
পূজা, ঈদ বার্ষিক পরীক্ষা জন্য অনেক শিশু-কিশোর নিবন্ধন করতে পারেনি বলে সময়সীমা বাড়িয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)-এর সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই যৌথ উদ্যোগের মাধ্যমে সমাজের সব স্তরের শিশুরা সাংবাদিকতা চর্চা করতে পারবে১০ থেকে ১৭ বছরের শিশু-কিশোরদের সাংবাদিকতার মৌলিক বিষয়গুলোর ওপর প্রশিক্ষণও দেবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রথম পর্যায়ে ২০টি জেলায় এই কার্যক্রম পরিচালিত হবে
এই ২০টি জেলা হল, নেত্রকোণা, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি. রাঙ্গামাটি, জামালপুর, বাগেরহাট, খুলনা, সাতীরা, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ সিলেট
১০ থেকে ১৭ বছর বয়সী যেকোনো আগ্রহী শিশু সরাসরি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাইটে গিয়ে ফরম পূরণ করে বা প্রয়োজনী তথ্যসহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কার্যালয়ে ডাকযোগে আবেদন পাঠিয়ে নিবন্ধন করতে পারছে
ফরম পূরণ করার সময় নাম, ছেলে/মেয়ে, বয়স, বিদ্যালয়, শ্রেণী, অভিভাবকের নাম, অভিভাবকের পেশা, ঠিকানা, ফোন/মোবাইল, ইমেইল, শারীরিক প্রতিবন্ধী কিনা (হ্যাঁ/না) এসব তথ্য লিখে ডাকযোগে পাঠোতে হবেখামের ওপরে শিশুদের সংবাদ সেবা কার্যক্রম লিখতে হবে
২৫ ডিসেম্বর ২০১২ এর মধ্যে আগ্রহী শিশুদের আবেদনপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কার্যালয়ে পৌঁছাতে হবেনিবন্ধিত শিশুদের বাছাই পরীা সম্পর্কে পরে জানিয়ে দেয়া হবে। 

সরাসরি নিবন্ধন কবতে ক্লিক করুন :  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।        

পোষ্ট :  বাংলাদেশ সময় : বুধবার সাকাল ৯ : ৩১ মিনিট, ০৭ নভেম্বর, ২০১২   

No comments:

Post a Comment