পূজা, ঈদ
ও বার্ষিক
পরীক্ষার
জন্য অনেক
শিশু-কিশোর
নিবন্ধন করতে
পারেনি বলে
সময়সীমা বাড়িয়েছে
বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকম।
জাতিসংঘ
শিশু তহবিল
(ইউনিসেফ)-এর
সঙ্গে বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমের
এই যৌথ
উদ্যোগের মাধ্যমে
সমাজের সব
স্তরের শিশুরা
সাংবাদিকতা চর্চা
করতে পারবে। ১০ থেকে
১৭ বছরের
শিশু-কিশোরদের
সাংবাদিকতার মৌলিক
বিষয়গুলোর ওপর
প্রশিক্ষণও দেবে
বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকম ।
প্রথম
পর্যায়ে ২০টি
জেলায় এই
কার্যক্রম পরিচালিত
হবে।
এই
২০টি জেলা
হল, নেত্রকোণা, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি. রাঙ্গামাটি, জামালপুর, বাগেরহাট, খুলনা, সাতীরা, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ
ও সিলেট।
১০
থেকে ১৭
বছর বয়সী
যেকোনো আগ্রহী
শিশু সরাসরি
বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকম সাইটে
গিয়ে ফরম
পূরণ করে
বা প্রয়োজনী
তথ্যসহ বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকম
এর কার্যালয়ে
ডাকযোগে আবেদন
পাঠিয়ে নিবন্ধন
করতে পারছে।
ফরম
পূরণ করার
সময় নাম, ছেলে/মেয়ে, বয়স, বিদ্যালয়, শ্রেণী, অভিভাবকের
নাম, অভিভাবকের পেশা, ঠিকানা, ফোন/মোবাইল, ইমেইল, শারীরিক
প্রতিবন্ধী কিনা
(হ্যাঁ/না)
এসব তথ্য
লিখে ডাকযোগে
পাঠোতে হবে। খামের ওপরে
‘শিশুদের
সংবাদ সেবা
কার্যক্রম’ লিখতে
হবে।
২৫
ডিসেম্বর ২০১২
এর মধ্যে
আগ্রহী শিশুদের
আবেদনপত্র বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকম
এর কার্যালয়ে
পৌঁছাতে হবে। নিবন্ধিত শিশুদের
বাছাই পরীা
সম্পর্কে পরে
জানিয়ে দেয়া
হবে।
পোষ্ট : বাংলাদেশ সময় : বুধবার সাকাল ৯ : ৩১ মিনিট, ০৭ নভেম্বর, ২০১২।
No comments:
Post a Comment