মদন থানার ওসি মাহবুবুর রহমান জানান, মদন উপজেলার তিয়শ্রী গ্রামে ডাকাত শরীফ ও মিজান রাতভর যাত্রা গান দেখে। খবর পেয়ে পুলিশ যাত্রা গান শেষে শরীফ ও মিজানকে গ্রেফতার করে। ডাকাতির ৫দিনপর পুলিশ ডাকাতির সাথে
জড়িত চার জনকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি মতে পুলিশ আজ শরীফ ও মিজানকে গ্রেফতার করে।
জড়িত চার জনকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি মতে পুলিশ আজ শরীফ ও মিজানকে গ্রেফতার করে।
গত ৭ সেপ্টেম্বর হাওর এলাকা ছত্রমপুরে ট্রলার যোগে এসে একদল ডাকাত ৬০টি হিন্দু
বাড়ীতে ডাকাতি করে স্বর্ণালংকার, নগদটাকা সহ
মূল্যবান মালামাল নিয়ে যায়। পরদিন মদন থানায় ডাকাতির
মামলা হয়।
পোষ্ট : বাংলাদেশ সময় : বৃহস্পতিবার রাত ১১ : ৪৫ মিনিট, ২৫ অক্টোবর, ২০১২।
No comments:
Post a Comment