Thursday, October 25, 2012

নেত্রকোণায় ৬০ হিন্দু বাড়ীতে গণডাকাতির ঘটনায় ২ডাকাত গ্রেফতার

নেত্রকোণার আলো ডেস্ক : নেত্রকোণার মদন উপজেলার ছত্রমপুর গ্রামে ৬০টি হিন্দু বাড়ীতে গণডাকাতির ঘটনায় বৃহস্পতিবার ভোর রাতে ২ জনকে গ্রেফতার করেছে মদন থানার পুলিশগ্রেফতারকৃতরা হচ্ছে, কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়শীকুড়া গ্রামের শরীফ ও মিজানুর রহমান
মদন থানার ওসি মাহবুবুর রহমান জানান, মদন উপজেলার তিয়শ্রী গ্রামে ডাকাত শরীফ ও মিজান রাতভর যাত্রা গান দেখেখবর পেয়ে পুলিশ যাত্রা গান শেষে শরীফ ও মিজানকে গ্রেফতার করেডাকাতির ৫দিনপর  পুলিশ ডাকাতির সাথে
জড়িত চার জনকে গ্রেফতার করেতাদের স্বীকারোক্তি মতে পুলিশ আজ শরীফ ও মিজানকে গ্রেফতার করে
গত ৭ সেপ্টেম্বর হাওর এলাকা ছত্রমপুরে ট্রলার যোগে এসে একদল ডাকাত ৬০টি হিন্দু বাড়ীতে ডাকাতি করে স্বর্ণালংকার, নগদটাকা সহ মূল্যবান মালামাল নিয়ে যায়পরদিন মদন থানায় ডাকাতির মামলা হয়

প্রতিবেদন : লাভলু পাল চৌধুরী 
পোষ্ট :  বাংলাদেশ সময় : বৃহস্পতিবার  রাত ১১ : ৪৫ মিনিট, ২৫ অক্টোবর, ২০১২

No comments:

Post a Comment