কেন্দুয়া, নেত্রকোণা
: নেত্রকোণার
কেন্দুয়া ডিগ্রী
কলেজের ইংরেজী
শিক্ষক আবুল
বাশার মিয়াকে
লাঞ্ছিত করার
ঘটনায় কলেজের
৩ ছাত্র
সাজিম (১৮), আবুল
বাশার (১৮), রিয়াদ
(১৮) নাম
উল্লেখসহ অজ্ঞাত
আরো ৬/৭
জনের বিরুদ্ধে
মামলা দায়ের
করা হয়েছে।
কলেজের
অধ্যক্ষ উত্তম
কুমার কর
বাদী হয়ে শুক্রবার
দুপুরে এ
মামলা দায়ের
করেন।
কলেজ
সূত্র জানায়, মঙ্গলবার
সকালে কলেজের
ইংরেজী শিক্ষক
মো: আবুল
বাশার মিয়া
কাস পরীক্ষা
নেয়ার সময়
কলেজছাত্র সাজিম, আবুল
বাশার ও
রিয়াদ বারান্দায়
মোবাইল ফোনে
উচ্চস্বরে গান
বাজাচ্ছিল। এ সময়
শিক্ষক আবুল
বাশার তাদেরকে
গান বাজানো
নিষেধ করলে
ক্ষিপ্ত হয়ে
তারা ওই
শিক্ষককে গালিগালাজ
ও
এক পর্যায়ে
শারিরীকভাবে লাঞ্চিত
করে। বিষয়টি
অধ্যক্ষ সহ
সকল শিক্ষকের
নজরে গেলে
শিক্ষকরা উচ্ছৃঙ্খল
ওই ৩
ছাত্রকে জিজ্ঞাসাবাদ
করতে যায়।
এ
সময় অভিযুক্ত
ছাত্ররা অধ্যক্ষ
সহ সকল
শিক্ষকদের প্রাণনাশের
হুমকি দেয়। এমনকি
কলেজ শিক্ষক
পরিষদের সাধারণ
সম্পাদক প্রভাষক
মাহফুজুল হক
ভূঞাকে দেশীয়
ধারালো অস্ত্র
দিয়ে আঘাত
করতে উদ্যত
হয়
এবং কলেজে
ত্রাসের সৃষ্টি
করে ।
পরে শিক্ষকরা
সাধারণ ছাত্র
ও পুলিশের
সহযোগিতায় তাদের
কবল থেকে
রক্ষা পায়
এবং ওইদিনই
কলেজ অধ্যক্ষ
বাদী হয়ে
৩ ছাত্রের
বিরুদ্ধে থানায়
মামলা দায়ের
করেন। কিন্তু
কলেজ পরিচালনা
পরিষদের সভাপতি
স্থানীয় সংসদ
সদস্য মঞ্জুর
কাদের কোরাইশীর
নির্দেশে কেন্দুয়া
থানার ওসি
এ মামলা
স্থগিত রাখেন। এদিকে এ
ঘটনার সঠিক
বিচারের দাবীতে
কলেজের সকল
শিক্ষকরা ঘটনার
দিন থেকে
কাস বর্জন
করে ।
পরে
বৃহস্পতিবার বিকেলে
কলেজ পরিচালনা
পরিষদের সভাপতি
স্থানীয় সংসদ
সদস্য মঞ্জুর
কাদের কোরাইশী, কলেজের
অধ্যক্ষ উত্তম
কুমার কর, কেন্দুয়া
উপজেলা বেসরকারী
কলেজ শিক্ষক
কর্মচারী সমিতির
আহ্বায়ক রণেন
সরকার, কেন্দুয়া ডিগ্রী
কলেজ পরিচালনা
পরিষদের সদস্য
আসাদুল হক
ভূঞা, শাহজাহান তালুকদার, ফজলুর
রহমান, ওয়াহিদুজ্জামান খান
পাঠান, আশরাফ উদ্দিন
ভূঞা, ডা. অমলেশ
পন্ডিত সহ
কলেজের শিক্ষকরা
এক জরুরী
সভায় বসেন। সভায় দোষী
ছাত্রদের কলেজ
থেকে বহিস্কার
ও তাদের
বিরুদ্ধে মামলা
করার সিদ্ধান্ত
হয়। এরই
প্রেক্ষিতে শুক্রবার
দুপুরে ওই
৩ ছাত্রসহ
অঞ্জাতনামা ৬/৭
জনের বিরুদ্ধে
মামলা নেয়
কেন্দুয়া থানা।
এ
ব্যাপারে কেন্দুয়া
ডিগ্রী কলেজের
অধ্যক্ষ উত্তম
কুমার কর শুক্রবার
৩টার দিকে
বাংলানিউজকে জানান, কতিপয়
অশৃঙ্খল ছাত্ররা
তাদের ন্যাক্কারজনক
কর্মকান্ডের মাধ্যমে
কলেজের পরিবেশকে
নষ্ট করেছে। তাই আর
কোন ছাত্র
যাতে শিক্ষকদের
সাথে এমন
অসদাচরণ না
করে এবং
যাতে কলেজের
সুশৃঙ্খল পরিবেশ
ফিরে আসে
সে জন্যই
দোষী ছাত্রদের
কলেজ থেকে
বহিস্কার ও
তাদের বিরুদ্ধে
মামলা করা
হয়েছে।
এ
বিষয়ে কেন্দুয়া
থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি
তদন্ত) অভিরঞ্জন
দেব জানান, শিক্ষক
লাঞ্ছিতের ঘটনায়
৩ জনের
নাম উল্লেখ
সহ অজ্ঞাতনামা
৬/৭
জন ছাত্রের
বিরুদ্ধে থানায়
মামলা হয়েছে।
পোষ্ট : বাংলাদেশ সময় : শুক্রবার রাত ১১ : ৫৫ মিনিট, ১২ অক্টোবর, ২০১২।
No comments:
Post a Comment