Sunday, September 9, 2012

ঐতিহ্য হারাতে বসেছে নেত্রকোনার ফুটবল, চাঙ্গা করতে উদ্যোগ নেবে বাফুফে

কিছু দিন আগেও নেত্রকোণা থেকে উঠে আসা ফুটবলাররাই ঢাকার মাঠ কাপাতোজাতীয় ফুটবলে নেতৃত্বও দিয়েছে এই নেত্রকোণার ফুটবলাররাইঅথচ এখন  লীগ ফুটবল বন্ধ, খেলার মাঠ সংকট ,ষ্টেডিয়ামের জীর্নদশাসহ  ফুটবল উন্নয়নে পরিকল্পনা মাফিক কার্যক্রম না থাকায় ঐতিহ্য হারাতে বসেছে নেত্রকোনার ফুটবল অঙ্গন, বলছেন ক্রীড়া সংশ্লিষ্টরাতবে নেত্রকোণার ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনতে আশার কথা শুনিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহসভাপতি আরিফ
খান জয়
নেত্রকোণার ফুটবল প্রেমীরা জানান, আরিফ খান জয়, মিলু, চন্দন, জামরুল,  বিপ্লব, সাইদুর, জীবন, খোকন, উজ্জ্বল, তায়েব,রব্বানী, সাইফুল, রুপুসহ অনেকেইজাতীয় পর্যায়ের ফুটবলার ছিলেন তারাপায়ের যাদুতে দুলিয়েছে ঢাকার মাঠবিমোহিত করেছে ফুটবল প্রেমিদেরএরা সবাই নেত্রকোণারফুটবলের হাতেখড়িও নেত্রকোণার সবুজ মাঠেপাচ বছর আগেও আন্তঃথানা ফুটবল, লীগ টুর্নামেন্ট, প্রীতি ম্যাচসহ নানা আয়োজনের টুর্নামেন্ট লেগেই থাকতো বছরভরএই ফুটবল চর্চার কারনেই সাফল্য আর খ্যাতির শীর্ষে পৌছে যায় নেত্রকোনার ফুটবল অঙ্গননেত্রকোনার খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে শহরের সাতপাই এলাকায় ১৯৭৮ সালে নেত্রকোনা ষ্টেডিয়াম স্থাপিত হলেও এখন পর্যন্ত বড় ধরনে কোন উন্নয়ন হয়নিষ্টেডিয়ামের অফিস ভবনটির জীর্ন দশাছাদ ছুইয়ে পানি পড়েগ্যালারি অপর্যাপ্তনেই কোন পানির ব্যবস্থাষ্টেডিয়ামের দুই সীমানা প্রাচীর থাকলেও বাকি দুই পাশের কাটাতারের বেড়া ভাঙাবর্তমানে মাঠের করুন অবস্থা, বছরধরে লীগসহ অন্য টুর্নামেন্টের আয়োজন বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে আর ফুটবলার উঠে আসছেনা

ক্রীড়া সংগঠক এম এ রাজ্জাক বলেন, একসময় নেত্রকোণাকে বলা হতো সংস্কৃতি এবং খেলাধুলার প্রান কেন্দ্রএখন আর সেই ফুটবল নেত্রকোণায় নাই বললেই চলেজেলা ক্রীড়া সংস্থার যে লীগ গুলো হতো তাও গত ৪/৫ বছর ধরে বন্ধ হয়ে গেছেনতুন খেলোয়াড় সৃষ্টির জন্যে লীগ ফুটবল খেলার দাবি জানান তিনি

নেত্রকোণা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী জানান, আন্তঃ উপজেলা ফুটবললীগ হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ নামে মাঠের স্বল্পতা আছে তারপরেও চেষ্টা করে যাচ্ছি ফুটবল প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত করার এমাসেই জেলা প্রশাসক গোল্ড কাপ শুরু করতে যাচ্ছিএছাড়াও কমিশনার কাপের ভ্যানু নেত্রকোণা পেয়েছেঅচিরেই কমিশনার কাপ ফুটবলও শুরু হবেবর্তমান ষ্টেডিয়ামটি পূর্নাঙ্গ ষ্টেডিয়ামে রুপান্তরিত করার সংস্কার কাজ শুরু হবেপূর্নাঙ্গ মাঠ হয়ে গেলেই পুরোদমে খেলা চালু হবে এবং নতুন নতুন ফুটবলার উঠে আসবে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি আরিফ খান জয় বলেন,  প্রথমেই সবুজ মাঠ গুলোকে ফিরিয়ে আনতে হবেখেলাধুলাকে চারদিকে ছড়িয়ে দিতে হবেশুধু মাত্র নেত্রকোণার ষ্টেডিয়ামে হলেই হবে না, বঙ্গবন্ধু ষ্টেডিয়ামে খেলা হলেই হবে না, খেলাটি হতে হবে তৃনমূল পর্যায়েবাফুফে থেকে সাড়া বছরের জন্য একটি ক্যালেন্ডার করা হয়সেটি মূলত থাকে ঢাকা কেন্দ্রীকতবে আমাদের এবার ট্যালেন্ট হান্টিংএ নেত্রকোণাকে চিঠি দেয়া হয়েছেঅল্প সময়ের মধ্যে লীগ শুরু হবেসাতটি বিভাগীয় শহর ভ্যানু করে ট্যালেন্ট হান্টিং করছিনেত্রকোণায় ১০ মাস খেলা চলবেনেত্রকোণার মাঠ গুলোকে সংস্কার করা হবেমুক্তারপাড়ার মাঠে বালক লীগ শুরু হচ্ছেবালক লীগ শেষ হলেই জেলা ফুটবল লীগ শুরু হবেষ্টেডিয়াম মাঠে অডিটরিয়াম, জিমসহ আমরা একটি আধুনিক ষ্টেডিয়াম করছিকিছু দিনের মধ্যেই ষ্টেডিয়ামের আধুনিকায়ন কাজ শুরু হবেকাজ  চলার মাঝে বৈপরীত্য পরিবেশেও লীগ চলবে

প্রতিবেদন : লাভলু পাল চৌধুরী

No comments:

Post a Comment