
প্রতিদিনই সকালে এসব
উন্মুক্ত জলাশয়ে মাছ ধরার উৎসবে মেতে উঠছে স্থানীয়
লোকজন।
কেন্দুয়া উপজেলার সূতী
সাইডুলী, পাটকুড়া, কৈজানী, রাজেশ্বরী, বেতাই নদী ও শুনুই,
মাছুয়াইল, ধারাইল ও বাগজান বিল সহ অন্যান্য জলাশয়ে এ মাছ ধরা চলছে।
মাছুয়াইল, ধারাইল ও বাগজান বিল সহ অন্যান্য জলাশয়ে এ মাছ ধরা চলছে।
রোয়াইলবাড়ী ইউনিয়নের
কৈলাটী গ্রামের মজিবুর রহমান জানান, বুধবার সকালে বেতাই নদীর সাহিতপুর-চেংজানা নামক স্থানে স্থানীয় লোকজন দেশীয় উপকরণ
নিয়ে মাছ ধরা উৎসবে নামে।
এ ব্যাপারে উপজেলা
মৎস্য কর্মকর্তা মো: হারুনুর রশিদ জানান, সাধারণত বর্ষার পানি কমার সাথে সাথে গ্রামাঞ্চলের লোকজন বিভিন্ন
উন্মুক্ত জলাশয়ে মাছ ধরে থাকে। তবে কেউ যদি নিষিদ্ধ
জাল ব্যবহার, বাঁধ দিয়ে বা সেচে নয় ইঞ্চির নিচে ছোট মাছ ধরে তাহলে তাদের বিরুদ্ধে
ব্যবস্থা নেয়া হবে।
পোষ্ট : বাংলাদেশ সময় : বৃহস্পতিবার দুপুর ২: ৩২ মিনিট, সেপ্টেম্বর
২৭, ২০১২।
No comments:
Post a Comment