Friday, September 21, 2012

কেন্দুয়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি গঠিত সভাপতি সন্তোষ, সম্পাদক রাখাল

কেন্দুয়া (নেত্রকোণা): বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেত্রকোণার কেন্দুয়ায় পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে
কেন্দুয়া পৌর সদরের হরিসভা দূর্গামন্দিরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়
নতুন সাধারণ সম্পাদক রাখাল বিশ্বাস জানান,  উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক
সভাপতি বঙ্কিম চন্দ্র পোদ্দারের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক সন্তোষ সরকারের সঞ্চালনায়  সম্মেলন পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার দাস, যুগ্ম সম্পাদক কেশব রঞ্জন সরকার, জেলা সদস্য শংকর তালুকদার, কেন্দুয়া হরিসভা দূর্গা মন্দির কমিটির সভাপতি সত্যেন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বিদ্যু কুমার এষ, এডভোকেট হরিদাস পাল, প্রবীর কুমার দত্ত, ডা: অমলেশ চন্দ্র পন্ডিত প্রমূখ
আলোচনা শেষে  নির্মল কুমার দাসের সভাপতিত্বে এবং কেশব রঞ্জন সরকারের সঞ্চালনায় সর্বসম্মতিক্রমে কেন্দুয়া উপজেলা শাখা পূজা উদযাপন পরিষদের সভাপতি হিসেবে সন্তোষ সরকারকে ও সাধারণ সম্পাদক হিসেবে রাখাল বিশ্বাসকে মনোনীত করা হয়
উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি সন্তোষ সরকার জানান, এ বছর এ উপজেলায় প্রায় ৪২টি মন্ডপে পূজা উদযাপিত হবেসবটি যাতে সুষ্ঠু ও সৃশৃঙ্খলভাবে সম্পন্ন হয় সে বিষয়গুলো তদারকি করার জন্যই পূজা উদযাপন পরিষদ গঠিত হয়েছে 

প্রতিবদেন : জিয়াউর রহমান জীবন   
পোষ্ট : বাংলাদেশ সময় : শুত্রবার রাত ১১: ৪০ মিনিট, সেপ্টেম্বর ২১, ২০১২

No comments:

Post a Comment