Monday, September 17, 2012

অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়া কালো আইনের সামিল

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ অনলাইন নিউজ পেপার এসোসিয়েশন (বনপা)র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার আহ্বানে সাড়া দিয়ে দেশের অনলাইন নিউজ পেপার গুলো সরকারের উন্নয়ন কর্মকান্ডের সংবাদ সারা বিশ্বে মুর্হুতের মধ্যে ছড়িয়ে দিয়ে ২৪ ঘন্টা দেশের স্বার্থে দায়িত্ব পালন করে যাচ্ছে যে সময় সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনে অনলাইন পত্রিকা গুলো সহায়ক ভূমিকা পালন করে আসছে ঠিক সে সময় সরকারের
ভিতরে ঘাপটি মেরে থাকা একটি কুচক্রী মহল অনলাইন গণমাধ্যম নীতিমালা১২ এর খসড়া নীতিমালা প্রনয়নের নামে এ সরকারের সকল অর্জন নস্যা করার চক্রান্তে লিপ্ত হয়েছে এবং বর্তমান দেশপ্রেমিক সরকারের সাথে মিডিয়ার দুরুত্ব সৃষ্টির ষড়যন্ত্র করছে বক্তারা আরো বলেন, নীতিমালা প্রনয়নের দাবী আমাদেরও তবে এক দেশে দুই ধরনের আইন হতে পারে নাপ্রচলিত প্রিন্ট মিডিয়ার নীতিমালার আলোকে অনলাইন নীতিমালা প্রনয়নের জন্য দাবী জানানো হয় এবং নুন্যতম রেজিষ্ট্রেশন ফি নির্ধারন করে দেশের শত শত অনলাইন পত্রিকাকে বিকশিত হওয়ার সুযোগ দানের জন্য প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়বক্তারা দৃড়তার সাথে বলেন, অনলাইন গণমাধ্যম নীতিমালা১২ এর যে খসড়া নীতি মালা প্রকাশ করা হয়েছে তা কালো আইন ছাড়া আর কিছু নয় খসড়া নীতিমালায় যে ধারাগুলো প্রয়োগ করা হয়েছে তা ডিজিটাল বাংলাদেশ গড়ার বিপরীত ও অনলাইন গণমাধ্যমকে গলা টিপে ধরার সামিলমিডিয়া বান্ধব সরকার এ ধরণের কালো আইন প্রণয়ন করতে পারে তা বনপা বিশ্বাস করে নাসভায় কুচক্রি মহলের প্রতি হুশিয়ারি উচ্চারন করে বক্তারা বলেন, প্রয়োজনে বনপা আইনি লড়াইসহ নিয়মাতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে
রবিবার ১৬ সেপ্টেম্বর সকালে ঢাকার নয়া পল্টনে অবস্থিত হোটেল ভিক্টোরির ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ অনলাইন নিউজ পেপার এসোসিয়েশন (বনপা)র সভাপতি, বিজয় নিউজ ২৪ ডটকম এর সম্পাদক শামসুল আলম স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বনপার উপদেষ্টামন্ডলীর সভাপতি টাইমস অব বাংলার সম্পাদক মেজর ( অব:) এমএম মেহবুব রহমানঅন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বনপার সিনিয়র সহ-সভাপতি প্রথম নিউজ ডটকম এর সম্পাদক রাজু আহমেদ দিপু, সহ-সভাপতি হ্যালো-টুডে ডটকমর সম্পাদক আলী কদর পলাশ, সহ-সভাপতি কক্সবাজার নিউজ ডটকম এর সম্পাদক প্রফেসর আক্তার চৌধুরী, সহ-সভাপতি, জিটিনিউজ২৪ ডটকম এর সম্পাদক আব্দুল গফুর তালুকদার, সহ-সভাপতি বাংলাখবর ২৪ ডটনেট, এর সম্পাদক জাহাঙ্গীর আলম, বনপার সাধারণ সম্পাদক প্রাইম নিউজ বিডি ডটকম এর সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক আরশীনগর ডটকম এর সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, সহ-সধারন সম্পাদক যশোর নিউজ ডটকম এর সাজেদুর রহমান বকুল, সহ-সাধারণ সম্পাদক সিএইচটি নিউজ ২৪ ডটকম এর সম্পাদক সামসুল আলম, সহ-সাধারণ সম্পাদক নিউজ মিডিয়া ২৪ ডটকম, এর সম্পাদক কামরুল হাসান রনি, সাংগঠনিক সম্পাদক সময় নিউজ ২৪ ডটকম এর সম্পাদক দেওয়ান মশিউর রাজা চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক ইউনাইটেড নিউজ এর সম্পাদক সনজিত কর্মকার, আইটি বিষয়ক সম্পাদক ভয়েজ অব বাংলা এর সম্পাদক মিজানুর রহমান হেলাল আরো উপস্থিত ছিলেন টেকনাফ নিউজ ডটকম সম্পাদক সাইফুল ইসলাম সাঈফী, কক্সবাংলা ডটকম সম্পাদক চঞ্চল দাশ গুপ্ত, চকরিয়া নিউজ ডটকম সম্পাদক জহিরুল ইসলাম, উখিয়া নিউজ ডটকম সম্পাদক ওবাইদুল হক আবু চৌধুরী, রামু নিউজ ডটকম সম্পাদক মোহাম্মদ মিজানুল হক, ঈদগাঁও নিউজ ডটকম সম্পাদক রেজাউল করিম, মহেশখালী নিউজ ডটকমর বার্তা সম্পাদক আনোয়ার সাহাদাত প্রমুখ
আলোচনা শেষে বনপার নীতিগত আন্দোলনে সকল অললাইন পত্রিকার প্রকাশক সম্পাদকদের শরীক হওয়ার আহ্বান জানানো হয়
সেই সাথে নব নিযুক্ত তথ্যমন্ত্রী জননেতা হাসানুল হক ইনুকে বনপার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়
বিস্তারিত জানার জন্য নীচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো: সভাপতি : ০১৭১৬৯৫৪৯১৯, সাধারণ সম্পাদক : ০১৬৭০২১১৮০৯, সাংগঠনিক সম্পাদক : ০১১৯৫৩২০৯০৩

নিউজটি হ্যালো-টুডে থেকে নেয়া।
পোষ্ট : বাংলাদেশ সময় : সোমবার রাত ১১: ৫৫ মিনিট, সেপ্টেম্বর ১৭, ২০১২      

No comments:

Post a Comment