জেলা সিপিবির ১০ম সম্মেলনের র্যালী চলাকালে
শুত্রবার দুপুরে জেলা সিপিবির সহসাধারন সম্পাদক এডভোকেট খাজা হুমায়ুন কবীর হৃদরোগে
আক্রান্ত হয়ে মারা গেছেন। হুমায়ুন কবীর মারা যাওয়ার পর পরই জেলা সিপিবির সম্মেলন স্থগিত
ঘোষনা করা হয়।
জেলা সিপিবির সদস্য আবুল কাইয়ুম আহম্মদ জানান, বেলা সাড়ে ১১টার দিকে জেলা সিপিবির সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয়
সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান। উদ্বোধনের পরেই শহরের মোক্তারপাড়ার পাবলিক হল প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়। র্যালীতে অন্য নেতাকর্মীদের সাথে এডভোকেট খাজা হুমায়ুন কবীরও অংশ নেন। র্যালীটি শহরের প্রধান সড়ক ঘুরে তেরীবাজার মোড় এলাকায় পৌছলে হুমায়ুন কবীর আকস্মিকভাবে অসুস্থ্য হয়ে পড়েন। দ্রুত নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ নীলোৎপল তালুকদার জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে হুমায়ুন কবীর মারা গেছেন।
সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান। উদ্বোধনের পরেই শহরের মোক্তারপাড়ার পাবলিক হল প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়। র্যালীতে অন্য নেতাকর্মীদের সাথে এডভোকেট খাজা হুমায়ুন কবীরও অংশ নেন। র্যালীটি শহরের প্রধান সড়ক ঘুরে তেরীবাজার মোড় এলাকায় পৌছলে হুমায়ুন কবীর আকস্মিকভাবে অসুস্থ্য হয়ে পড়েন। দ্রুত নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ নীলোৎপল তালুকদার জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে হুমায়ুন কবীর মারা গেছেন।
হুমায়ুন কবীরের মৃত্যুও খবর সম্মেলনস্থলে পৌছলে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ
বৈঠক করে তাৎক্ষনিকভাবে সম্মেলন স্থগিত ঘোষনা করেন। এসময় সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা সহকর্মীর মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে
এক মিনিট নিরবতা পালন করেন।
হুমায়ুন কবীরের মৃত্যুতে কেন্দ্রীয় সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান, সদস্য ডাঃ দিবালোক সিংহ, শিক্ষাবিদ যতীন সরকার, কেন্দ্রীয় যুব ইউনিয়নের
সভাপতি কাফি রতন,
জেলা সিপিবির সভাপতি অধ্যাপক মোস্তফা কামাল, সাধারন সম্পাদক খন্দকার আনিছুর রহমান গভীর শোক প্রকাশ ও তার
পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রতিবেদন : লাভলু পাল চৌধুরী
পোষ্ট : বাংলাদেশ সময় : শুক্রবার রাত ১১: ৪৫ মিনিট, সেপ্টেম্বর
২৮, ২০১২।
No comments:
Post a Comment