Thursday, September 27, 2012

এমপি জালাল হত্যা মামলায় স্ত্রী সহ গ্রেফতারকৃত ২ জনের ২ দিনের রিমান্ড

সাবেক সংসদ সদস্য জালাল উদ্দিন তালুকদারের হত্যা মামলায় গ্রেফতার হওয়া আসামী  জালাল তালুকদারের দ্বিতীয় স্ত্রী  আয়েশা বেগম আয়েশা বেগমের ছেলে মাসুদকে (৩৮) আজ বিকালে দূর্গাপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়মামলার তদন্ত কর্মকর্তা দূর্গাপুর থানার ওসি আদালতে আসামীদের রিমান্ড আবেদন করেনআদালতের বিচারক কামাল হোসেন
আয়েশা বেগম মাসুদকে দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন
জালালউদ্দিন তালুকদারের প্রথম স্ত্রী জহুরা বেগমের  ছেলে  কুতুব উদ্দিন তালুকদার রুয়েল বাদি হয়ে বুধবার রাতে এই মামলা করেন এই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আয়েশা বেগম মাসুদকে পুলিশ বুধবার রাতে গ্রেফতার করেছেসাবেক সংসদ সদস্য জালাল উদ্দিন তালুকদার াথায় আহত অবস্থায় মঙ্গলবার ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পর মারা যানময়নাতদন্তের সময় তার মাথায় রিভলবারের একটি গুলি পাওয়া যায়

প্রতিবেদন : লাভলু পাল চৌধুরী
পোষ্ট :  বাংলাদেশ সময় : শুক্রবার সকাল ৯:৫৫ মিনিট, সেপ্টেম্বর ২৮, ২০১২  

No comments:

Post a Comment