Saturday, December 1, 2012

হাজ্বী মোঃ ইব্রাহীম আবুচাঁন চলে গেলেন না ফেরার দেশে

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ধানশিড়া গ্রামের বাসিন্দা, বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ ইব্রাহীম আবুচাঁন, বার্ধক্য জনিত কারনে গত শুক্রবার রাতে চিকিসাধীন অবস্থায় ময়মনসিংহ সায়েম ডায়াগনোষ্টিক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওইন্নাইলাইহি রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮বছরতিনি স্ত্রী,
৭ছেলে, ২মেয়ে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেনশনিবার বাদ জহুর পৌর ঈদগাহ্ মাঠে জানাজা শেষে পৌর গোরস্থানে দাফন করা হয়তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী, উপজেলা চেয়ারম্যান সাইদুল হোসেন আকঞ্জি, পৌর মেয়র শ.ম জয়নাল আবেদীন, সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, দুর্গাপুর প্রেসকাব, পথচলা সমবায় সমিতি, উকিলপাড়া ব্যাবসায়ী সমিতি গভীর শোক প্রকাশ করেছে 

No comments:

Post a Comment