নেত্রকোণা উন্নয়নে
নাগরিক আন্দোলন সংগঠনের ব্যানারে নেত্রকোণাবাসী আজ সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোনা কোর্ট ষ্টেশন
এলাকায় রেলপথ অবরোধ করে। এসময় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ২৬১নাম্বার লোকাল
ট্রেনটি আটকা পড়ে। অবরোধকারীরা ট্রেনের চালককে ট্রেন
থেকে নামিয়ে আনে। ১ঘন্টা পর অবরোধকারীরা অবরোধ তুলে নিলে ট্রেনটি ষ্টেশন এলাকা ছেড়ে যায়।
থেকে নামিয়ে আনে। ১ঘন্টা পর অবরোধকারীরা অবরোধ তুলে নিলে ট্রেনটি ষ্টেশন এলাকা ছেড়ে যায়।
পরে কামরুজ্জামান খানের সভাপতিত্বে নেত্রকোণা কোর্ট ষ্টেশন প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নাগরিক আন্দোলনের প্রধান উপদেষ্টা লেঃ কর্নেল (অবঃ) নূর খান, নাগরিক আন্দোলনের সভাপতি খানে আলম, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু , চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদসহ অন্যরা।
একই দাবীতে নেত্রকোণার শ্যমগঞ্জ, ঠাকুরাকোনা, বারহাট্রা ও মোহনগঞ্জ রেল ষ্টেশনে সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তারা আন্তঃনগর রেল চালু, সাধারন ট্রেন ও বগিসংখ্যা বাড়ানোসহ যাত্রীসেবার মান উন্নত
করার দাবী জানান।
পোষ্ট : বাংলাদেশ সময় : বৃস্হপতিবার রাত ৪: ০০ মিনিট, ১৫ নভেম্বর, ২০১২।
No comments:
Post a Comment