ডিবি অফিস সূত্রে
জানা যায়, মূর্তি
পাচারকারী একটি প্রতারক চক্র বগুড়া থেকে মূর্তি
নিয়ে নেত্রকোণায় আসছে এধরনের গোপন সংবাদের ভিত্তিতে
ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার রাত
৯ টার দিকে পারলা আন্তঃ জেলা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে পিতলের মূর্তিসহ মূর্তি পাচারকারী প্রতারক চক্রের ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, নেত্রকোণা সদর উপজেলার মেদনী ইউনিয়নের টেঙ্গা গ্রামের মোঃ গোলাম হোসেন(২৬), মোঃ হাফিজুল্লাহ(২৮), মোঃ আলমগীর(২৫) ও মোঃ এমদাদুল হক(৩৭)।
৯ টার দিকে পারলা আন্তঃ জেলা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে পিতলের মূর্তিসহ মূর্তি পাচারকারী প্রতারক চক্রের ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, নেত্রকোণা সদর উপজেলার মেদনী ইউনিয়নের টেঙ্গা গ্রামের মোঃ গোলাম হোসেন(২৬), মোঃ হাফিজুল্লাহ(২৮), মোঃ আলমগীর(২৫) ও মোঃ এমদাদুল হক(৩৭)।
এ ব্যাপারে ডিবি’র ওসি এ কে এম কাউসারের সাথে কথা
বললে তিনি জানান, প্রতারক
চক্রটি সোনার মূর্তি হিসেবে ৭২ হাজার টাকা দিয়ে গনেসের মূর্তিটি বগুড়া থেকে কিনে
এনেছে। ৬
সদস্যের প্রতারক চক্রের ৪ জনকে গ্রেফতার করতে পারলেও বাকী দু প্রতারক পালিয়ে গেছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। মূর্তিটি পরীক্ষা
করে দেখা গেছে এটি আসলে সোনার মূর্তি নয়, পিতলের
মূর্তি। এ
ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পোষ্ট : বাংলাদেশ সময় : বুধবার সন্ধ্যা ৭ : ২১ মিনিট, ২১ নভেম্বর, ২০১২।
No comments:
Post a Comment