
বান্ধব নীতিমালা প্রস্তুত করা এবং তা সরকারের কাছে জমাদানের সিন্ধান্ত গ্রহন করা হয় । এ ব্যাপারে বনপা’র সকল সদস্যদের নিয়ে অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে ঢাকাতে দিনব্যাপী কর্মশালা আয়োজন করার সিদ্ধান্ত গৃহিত হয় । কর্মশালা সফল করার জন্য রাশেদুল ইসলাম বিপ্লব, আমিরুল ইসলাম ও দেওয়ান মশিউর রাজা চৌধুরীকে বিশেষ দায়িত্ব প্রদান করা হয়। গতকাল মিরপুরস্থ সমাজের আলো ডটকম পত্রিকা কার্যালয়ে বনপা’র কেন্দ্রীয় সভাপতি শামসুল আলম স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বনপা’র সহ-সভাপতি হ্যালো-টু ডে’র সম্পাদক আলী কদর পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ও আরশীনগর ডটকম এর সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, সহ-সাধারণ সম্পাদক বিডি ২৪ লাইভ এর সম্পাদক আমিরুল ইসলাম, আইটি বিষয়ক সম্পাদক ও ভয়েস অব বাংলা’র সম্পাদক মিজানুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক ও সময় নিউজ ২৪ ডটকম এর সম্পাদক মশিউর রাজা চৌধুরী, সহ-সাংগঠনিক ও সমাজের আলো ডটকম সম্পাদক আব্দুল লতিফ, নেত্রকোণার আলো ডটকম এর সম্পাদক সোহেল আল মুজাহিদ রেজা, ক্রাইমবার্তা ডটকম এর সম্পাদক আবু সাঈদ, মেহেরপুর নিউজ ডটকম এর সম্পাদক পলাশ খোন্দকার, ইউনাইটেড নিউজ ২৪ ডটকম এর সম্পাদক সনজিৎ কর্মকার, সিডিনিউজ ২৪ ডটকম এর সম্পাদক আব্দুল খালেক প্রমুখ। সভায় বনপা’র নেতৃবৃন্দ বলেন, অনলাইন সংবাদ পোর্টালের কন্ঠরোধ করার জন্য তথ্য মন্ত্রণালয়ের চাপিয়ে দেয়া অনলাইন নিয়ন্ত্রণ নীতিমালা খসড়া-১২ বাতিল করার জন্য বনপা যে আন্দোলন গড়ে তুলেছিল তা ইতোমধ্যে অনেকটা সফল হয়েছে। বনপা’র পক্ষ থেকে তথ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। স্মারকলিপি প্রদানকালে বনপা’র নেতৃবৃন্দকে তথ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন যে সংশ্লিষ্টদের সাথে আলাপ-আলোচনা করে একটি অনলাইন বান্ধব নীতিমালা প্রণোয়ন করা হবে। তিনি সেই পথেই এগুচ্ছেন। এই জন্য বনপা’র পক্ষ থেকে তথ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। যে সকল অনলাইন সংবাদ পোর্টাল, ব্লগ, ফেইসবুক এবং সংগঠন ও ব্যক্তিগতভাবে বনপা’র আন্দোলনকে সমর্থন জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
নেত্রকোণার আলো
ডেস্ক
No comments:
Post a Comment