
নেত্রকোণা মুঠোফোন
রিচার্জ সমিতির আহবায়ক দেবাশীষ সরকার জানান, আজ সকাল ৭টা থেকে শহরের সকল মুঠোফোন রিচার্জ ব্যবসায়ীরা মুঠোফোনে লোড দেওয়া বন্ধ
রেখেছেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত এই ধর্মঘট চলবে। তিনি জানান,
গ্রামীন ফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল
২ দশমিক ৭০ শতাংশ ও সিটিসেল, টেলিটক ৩ শতাংশ কমিশন দেয় রিচার্জ ব্যবসায়ীদের। এই কমিশন দিয়ে ব্যবসায়ীদের দোকান পরিচালনা করে কোন লাভ থাকে না। এ কারনেই মুঠোফোন কোম্পানী গুলোর কাছে ব্যবসায়ীরা ১০ শতাংশ কমিশন দাবি করেছেন। বুধবার দুপুরে শহীদ মিনারে প্রতিবাদ সভা হবে এবং এই সভা থেকে দাবি আদায়ের লক্ষ্যে পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে।
২ দশমিক ৭০ শতাংশ ও সিটিসেল, টেলিটক ৩ শতাংশ কমিশন দেয় রিচার্জ ব্যবসায়ীদের। এই কমিশন দিয়ে ব্যবসায়ীদের দোকান পরিচালনা করে কোন লাভ থাকে না। এ কারনেই মুঠোফোন কোম্পানী গুলোর কাছে ব্যবসায়ীরা ১০ শতাংশ কমিশন দাবি করেছেন। বুধবার দুপুরে শহীদ মিনারে প্রতিবাদ সভা হবে এবং এই সভা থেকে দাবি আদায়ের লক্ষ্যে পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে।
সোমাবার বেলা দেড়টার দিকে দশ শতাংশ কমিশন দাবিতে জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গনে
ব্যবসায়ীরা প্রতিবাদ সভা করেছে। নেত্রকোণা মুঠোফোন রিচার্জ সমিতির আহবায়ক দেবাশীষ সরকারের
সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমিতির যুগ্ম আহবায়ক
মিঠু মিজান, রাজন,
রানা, রাফি আহমেদ রাজন, আমীর হোসেন, বাবু মিয়াসহ অন্যরা।
এদিকে পূর্ব ঘোষনা ছাড়া তিন দিনের ধর্মঘট শুরু হওয়ায় বিপাকে পড়েছেন মুঠোফোন ব্যবহারকারীরা। শহরের ছোট বাজার এলাকার মুঠোফোন ব্যবহারকারী আয়েশা বেগম রিচার্জ করতে কুয়াশা ফেক্সিলোডের
দোকানে আসলে দোকানদার লোড দেননি। তিনি বুধবার নাগাদ
কিভাবে মুঠোফোন ব্যবহার করবেন এনিয়ে দুশ্চিন্তায় পড়েছেন জানান আয়েশা বেগম। মুঠোফোন ব্যবহারকারী যুক্তরাষ্ট্র প্রবাসী কানু দত্তও একই কথা জানালেন। তিনিও দোকান থেকে বাধ্য হয়ে ফিরে যান মুঠোফোনের রিচার্জ না করেই।
No comments:
Post a Comment