Tuesday, September 18, 2012

কেন্দুয়ায় পথ নাটক 'আলোর সন্ধানে' প্রদর্শিত

কেন্দুয়া (নেত্রকোণা): মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে চাইল্ড হেলথ এন্ড সারভাইভাল প্রোগ্রাম (সুসমা)র উদ্যোগে পথ নাটক আলোর সন্ধানে প্রদর্শিত হয়
নাটক শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা পরিবার পরিকল্পনা
কর্মকর্তা হুমায়ূন কবীর তালুকদার, চাইল্ড হেলথ এন্ড সারভাইভাল প্রোগ্রাম (সুসমা)র কো অর্ডিনেটর মোকাররম হোসেন কেন্দুয়া প্রেসকাব সভাপতি আনিছুর রহমান আনজু, রাখাল বিশ্বাস প্রমূখ
চাইল্ড হেলথ এন্ড সারভাইভাল প্রোগ্রাম (সুসমা)র কো অর্ডিনেটর মোকাররম হোসেন জানান, গ্রামীণ প্রসূতি স্বাস্থ্য সমস্যার ও কুসংস্কারের বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন করে তোলার জন্যই আমাদের এ পথ নাটক প্রদর্শন কর্মসূচীপর্যায়ক্রমে উপজেলার ১৩টি ইউনিয়নে এ নাটক প্রদর্শিত হবে

প্রতিবেদন : জিয়াউর রহমান জীবন 
পোষ্ট : বাংলাদেশ সময় : মঙ্গলবার রাত ১১: ০৫ মিনিট, সেপ্টেম্বর ১৮, ২০১২  

No comments:

Post a Comment