Saturday, October 13, 2012

কেন্দুয়ায় ৩৬ মন্ডপে দূর্গাপুজা, ৮ মন্ডপ ঝুঁকিপূর্ণ

কেন্দুয়া, নেত্রকোণা : নেত্রকোণার কেন্দুয়া পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের গ্রামাঞ্চলে এবছর ৩৬টি মন্ডপে শ্বারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হবে
৩৬টি মন্ডপের মধ্যে ৮টি মন্ডপকে অধিক গুরুত্বপূর্ন ও ঝুঁকিপূর্ন হিসেবে চিহ্নিত করেছে কেন্দুয়া থানা
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ সরকার জানান, কেন্দুয়া পৌরসভায় ৪টি,
চিরাং ইউনিয়নে ২টি, নওপাড়া ইউনিয়নে ৩টি, সান্দিকোনা ইউনিয়নে ১টি, রোয়াইলবাড়ী ইউনিয়নে ৬টি, পাইকুড়া ইউনিয়নে ৫টি, গন্ডা ইউনিয়নে ১টি, গড়াডোবা ইউনিয়নে ৪টি, বলাইশিমুল ইউনিয়নে ৩টি, দলপা ইউনিয়নে ২টি, আশুজিয়া ইউনিয়নে ৪টি ও মোজাফরপুর ইউনিয়নের ১টি মন্ডপ সহ মোট ৩৬টি মন্ডপে এবছর শ্বারদীয় দূর্গা উসব অনুষ্ঠিত হবে
কেন্দুয়া থানা সূত্র জানায়, ৩৬টি মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ন ও ঝুঁকিপূর্ন পুজামন্ডপগুলো হলো কেন্দুয়া হরিসভা দূর্গামন্দির, কান্দিউড়া সাহাপাড়া মন্দির, সাজিউড়া দেব মন্দির, দনাচাপুর কালীবাড়ী মন্দির, সাহিতপুর কালীবাড়ী মন্দির, বান্দনাল বড়বাড়ী মন্দির, বৈখরহাটী বাজার মন্দির ও নোয়াদিয়া পূজা মন্দির
এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর শেখ জানান, অধিক গুরুত্বপূর্ন ও ঝুঁকিপূর্ন পুজামন্ডপ গুলোতে যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে   
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, প্রত্যেকটি মন্ডপে প্রতিমা নির্মানকালীন তদারকি চলছেপ্রতিটি পুজা মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হবে 

প্রতিবেদন : জিয়াউর রহমান জীবন
পোষ্ট :  বাংলাদেশ সময় : শনিবার রাত ১১ : ০০ মিনিট, ১৩ অক্টোবর, ২০১২    

No comments:

Post a Comment