আজ মঙ্গলবার সকালে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বামনগাও গ্রাম থেকে ৭ জন তক্ষক
ব্যবসায়ীকে আটক করেছে কলমাকান্দা থানা পুলিশ। এসময় আটকৃতদের কাছ থেকে
নগদ ১ লাখ ৯০ হাজার টাকা, একটি ডিজিটাল মাপযন্ত্র ও
একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো চ-১৩-১৫১৬) জব্দ করা হয়।
গ্রেফতারকৃত তক ব্যবসায়ীরা হচ্ছে,গাজীপুর জেলার মোঃ আব্দুল
আজিজ, জয়নাল আবেদিন, নরুজ্জামান, আসাদুজ্জামান, মোঃ বাহার,
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিল্লাল হোসেন, কলমাকান্দার বামনগাও শফিকুল ইসালাম।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিল্লাল হোসেন, কলমাকান্দার বামনগাও শফিকুল ইসালাম।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, গাজীপুর ও ত্রিশালের কিছু তক্ষক ব্যবসায়ী সোমবার রাতে বিলুপ্ত প্রায় প্রাণী তক্ষক কেনার উদ্দেশ্যে কলমাকান্দার ভারতীয় সীমান্তবর্তী গারো
পাহাড়ী এলাকা গোবিন্দপুরে যায়। তারা স্থানীয় শফিকুল ইসলামের আশ্রয়ে রাতে একটি তক্ষক কিনে
আজ মঙ্গলবার গাজীপুরের দিকে যাচ্ছিল। সকাল ১১ টার দিকে গোপন
সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের চানপুর সড়কে পুলিশ তাদের গাড়ির গতি রোধ করলে তারা
কেনা তক্ষকটি ছেড়ে দেয়। এ সময় তাদের আটক করা হয় এবং নগদ টাকা ও গাড়ি জব্দ করা হয়
জানান ওসি।
No comments:
Post a Comment