
কারাদণ্ড প্রাপ্ত মাদকাসক্ত যুবকরা হচ্ছে, পূর্বধলা উপজেলার জটিয়ারবর গ্রামের ইউনুছ আলীর পুত্র মোঃ উজ্জল মিয়া (২৫),
মৃত হাসান আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৫), আব্দুল কাদেরে ছেলে
আব্দুর রব(২৫), মৃত রুস্তম আলীর ছেলে আয়ুব আলী (২২)।
আব্দুর রব(২৫), মৃত রুস্তম আলীর ছেলে আয়ুব আলী (২২)।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) মোশাররফ হোসেন জানান রোববার সকালে জটিয়াবর
গ্রামের একটি পরিত্যক্ত ঘরে এই চার যুবক মাদক নিচ্ছিল। তখন পুলিশ তাদেরকে আটক করেন ।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পূর্বধলা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী
ম্যাজিষ্ট্রেট মোজাম্মেল হকের ভ্রাম্যমান আদালতে এই যুবকদের সোপর্দ করলে বিচারক তাদের
প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান
করেন বলে জানান ওসি।
পোষ্ট : বাংলাদেশ সময় : রোববার রাত ৯: ০৮ মিনিট, সেপ্টেম্বর ১৬, ২০১২।
No comments:
Post a Comment