বুধবার বিকাল
আড়াইটায় সমাবেশ চলাকালে ২৭৪ নাম্বার ডাউন ট্রেন ও ২৭৩ নাম্বার আপ ট্রেন পূর্বধলা
ষ্টেশনে পৌছলে সমাবেশকারীরা অবরোধ করে । সমাবেশকারীরা তিন
ঘন্টা পর অবরোধ
তুলে নিলে ট্রেন দুটি ষ্টেশন ছেড়ে যায়। পরে সমাবেশকারীরা রেল মন্ত্রী বরাবরে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিনের কাছে স্মারক লিপি প্রদান করেন।
তুলে নিলে ট্রেন দুটি ষ্টেশন ছেড়ে যায়। পরে সমাবেশকারীরা রেল মন্ত্রী বরাবরে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিনের কাছে স্মারক লিপি প্রদান করেন।
পূর্বধলা ডিগ্রী
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ খানের সভাপতিত্বে পূর্বধলা ষ্টেশন প্রাঙ্গনে
অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, রাবেয়া আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান, আনোয়ারুল হক , জাহিদুল ইসরাম সুজন সহ অন্যরা।
সমাবেশে বক্তারা
এই রেলপথে পূর্বের ন্যায় চারটি ট্রেন চালু,
যাত্রীসেবার মান উন্নয়নসহ ট্রেনের
বগিসংখ্যা বাড়ানোর দাবি জানান।
পোষ্ট : বাংলাদেশ সময় : বুধবার রাত ৮ : ০০ মিনিট, ২১ নভেম্বর, ২০১২।
No comments:
Post a Comment