সাংবাদিক সম্মেলনে
লিখিত বক্তব্য পাঠ করেন, সাফ
ও আসক ময়মনসিংহের প্রকল্প ব্যবস্থাপক
মনীন্দ্রনাথ রায়। এ সময় নেত্রকোণার কো-অডিনেটর দ্বীপক সরকার, ফিল্ড ফ্যাসিলেটর মুখলেছুল করিম বিপ্লব, মোঃ ইলিয়াস ও এডমিন জলি বেগম উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে তারা বলেন, সারা দেশে ৪ লক্ষ শিশু গৃহে কর্মেরত আছে। এসব শিশু যাতে অন্যান্য শিশুর মত স্বাভাবিক ভাবে হেসে খেলে লেখাপড়া শিখে বড় হতে পারে তার জন্য ব্যাপক গনসচেতনতা এবং সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। আমরা চাই, শ্রম আর অনাত্মীয় পরিবেশে নয়, প্রতিটি শিশুর শৈশব কাটুক পিতা-মাতার আদর স্নেহ আর ভালোবাসায়।
পোষ্ট : বাংলাদেশ সময় : বুধবার সন্ধ্যা ৭ : ৩৫ মিনিট, ২১ নভেম্বর, ২০১২।
মনীন্দ্রনাথ রায়। এ সময় নেত্রকোণার কো-অডিনেটর দ্বীপক সরকার, ফিল্ড ফ্যাসিলেটর মুখলেছুল করিম বিপ্লব, মোঃ ইলিয়াস ও এডমিন জলি বেগম উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে তারা বলেন, সারা দেশে ৪ লক্ষ শিশু গৃহে কর্মেরত আছে। এসব শিশু যাতে অন্যান্য শিশুর মত স্বাভাবিক ভাবে হেসে খেলে লেখাপড়া শিখে বড় হতে পারে তার জন্য ব্যাপক গনসচেতনতা এবং সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। আমরা চাই, শ্রম আর অনাত্মীয় পরিবেশে নয়, প্রতিটি শিশুর শৈশব কাটুক পিতা-মাতার আদর স্নেহ আর ভালোবাসায়।
পোষ্ট : বাংলাদেশ সময় : বুধবার সন্ধ্যা ৭ : ৩৫ মিনিট, ২১ নভেম্বর, ২০১২।
No comments:
Post a Comment