Wednesday, November 21, 2012

নেত্রকোণায় সাংবাদিক সম্মেলন

স্টাফ রিপোর্টার, সোহান আহম্মদ কাকন: সোসাইটি ফর আন্ডারপ্রিভিলেজ্ড ফ্যামিলিজ (সাফ) এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) যৌথ উদ্যোগে আজ বুধবার সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে শিশু সংবেদনশীল সামাজিক সুরক্ষাবিষয়ক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সাফ ও আসক ময়মনসিংহের প্রকল্প ব্যবস্থাপক
মনীন্দ্রনাথ রায়এ সময় নেত্রকোণার কো-অডিনেটর দ্বীপক সরকার, ফিল্ড ফ্যাসিলেটর মুখলেছুল করিম বিপ্লব, মোঃ ইলিয়াস ও এডমিন জলি বেগম উপস্থিত ছিলেনসাংবাদিক সম্মেলনে তারা বলেন, সারা দেশে ৪ লক্ষ শিশু গৃহে কর্মেরত আছেএসব শিশু যাতে অন্যান্য শিশুর মত স্বাভাবিক ভাবে হেসে খেলে লেখাপড়া শিখে বড় হতে পারে তার জন্য ব্যাপক গনসচেতনতা এবং সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজনআমরা চাই, শ্রম আর অনাত্মীয় পরিবেশে নয়, প্রতিটি শিশুর শৈশব কাটুক পিতা-মাতার আদর স্নেহ আর ভালোবাসায়

পোষ্ট :  বাংলাদেশ সময় : বুধবার সন্ধ্যা  ৭ : ৩৫ মিনিট, ২১ নভেম্বর, ২০১২ 

No comments:

Post a Comment