Sunday, September 30, 2012

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন বনপা’র সাধারণ সভা মুলতবী

প্রেসবিজ্ঞপ্তি : গতকাল বনপার সাধারণ সভা মুলতবী ঘোষণা করে আজ ৩০ সেপ্টেবর সকাল ১১ টায় যথাস্থানে ফের বৈঠক করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছেবনপার সভাপতি শামসুল আলম স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বনপার চলমান কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন বনপার সহ-সভাপতি হ্যালো-টু ডে সম্পাদক আলী কদর পলাশ, সহ-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, আইটি বিষয়ক সম্পাদক ও ভয়েস অব বাংলার সম্পাদক মিজানুর রহমান হেলাল, সাংগঠনিক
সম্পাদক ও সময় নিউজ ২৪ ডটকম এর সম্পাদক দেওয়ান মশিউর রাজা চৌধুরী, নেত্রকোণার আলোর সম্পাদক সোহেল আল মুজাহিদ রেজা, সমাজের আলো ডটকম এর সম্পাদক চৌধুরী লতিফ আহমেদ প্রমুখসভায় সংগঠনের নাম, লগো ও কমিটির আংশিক পরিবর্তনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন শেষে মুলতবী ঘোষণা করা হয় এবং আজ সকাল ১১টায় ফের বৈঠকে বসার সিদ্ধান্ত গৃহিত হয়

নেত্রকোণার আলো ডেস্ক।
পোষ্ট :  বাংলাদেশ সময় : রবিবার রাত ১১: ২৬ মিনিট, সেপ্টেম্বর ৩০, ২০১২    

No comments:

Post a Comment