Thursday, October 11, 2012

নেত্রকোণায় শিশু অধিকার সপ্তাহ উদযাপন

নেত্রকোণা : বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শিশু শিক্ষা মেলা স্কুলের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে, শিশু অধিকার সপ্তাহ উদযাপনের আয়োজন করে সোসাইটি ফর আন্ডারপ্রিভিলেজড ফ্যামেলিস (সাফ) ও আইন সালিশ কেন্দ্রের নেত্রকোণা অফিস ।

শহর নগর জনপদে থাকুক শিশু নিরাপদে এই শ্লোগানের মধ্য দিয়ে শিশুদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী নেত্রকোণার বনুয়াপাড়া সাফ অফিস থেকে বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক
প্রদক্ষিণ শেষে নেত্রকোণা উপজেলা অফিসের সামনে গিয়ে শেষ হয়ে এক সমাবেশে মিলিত হয়।

এই সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া পারভীন, লক্ষীগঞ্জ ইউ.পি চেয়ারম্যান এস.এম শফিকুল কাদের সুজা, সহকারি কমিশনার(ভূমি) মো: বজলুর রশিদ, সাফ ও আসক এর এলাকা সমন্বয়কারী দীপক সরকার প্রমুখ 

সমাবেশ বক্তারা সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাড়াতে সকলে প্রতি আহ্বান জানান

প্রতিবেদন : দীপক সরকার
পোষ্ট :  বাংলাদেশ সময় : বৃহস্পতিবার রাত ১১ : ৫৩ মিনিট, ১১ অক্টোবর, ২০১২

No comments:

Post a Comment