Thursday, September 6, 2012

কেন্দুয়ায় ফুটবল প্রতিযোগিতায়, আশরাফিয়া দাখিল মাদরাসা চ্যাম্পিয়ন

কেন্দুয়া, নেত্রকোণা (নেত্রকোণার আলো ডট কম): নেত্রকোণার কেন্দুয়ায় সান্দিকোণা স্কুল এন্ড কলেজ মাঠে আজ বৃহস্পতিবার বিকেলে ৪১ তম গ্রীষ্মকালীন স্কুল-মাদরাসার ফাইনাল ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছেএতে কেন্দুয়া পৌরশহরের আশরাফিয়া হুসাইনিয়া দাখিল মাদরাসা, আশুজিয়া জেএনসি একাডেমীর খেলোয়াড়দের ৩-০ গোলে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়
বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন সহকারী কমিশনার
(ভূমি) মো.বজলুর রশীদএ সময় মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা সাইফুল আলম, সান্দিকোনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, মাদরাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো: নুরুল গনি খান উপস্থিত ছিলেনগত ২৯ আগস্ট থেকে এ প্রতিযোগিতা শুরু হয়উপজেলার ২০ টি স্কুল ও মাদরাসার খেলোয়াড়রা এ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহন করে

প্রতিবেদক : জিয়াউর রহমান জীবন

No comments:

Post a Comment