Thursday, November 15, 2012

নেত্রকোণার দুর্গাপুরে ৪১ বছর পর বিদ্যুৎতায়িত হল ২টি গ্রাম

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর(নেত্রকোনা): নেত্রকোণার দুর্গাপুরে গতবুধবার চন্ডিগড় ইউনিয়নের চারকুরিয়াডহর ও কেরনখোলা গ্রামের ২টি গ্রামের ৯৮টি পরিবার স্বাধীনতার ৪১ বছর পর বিদ্যুতায়িত হলএ সময় কেরনখোলা রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চন্ডিগড় ইউ,পি চেয়ারম্যান আলতাবুর রহমান এর সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
পল্লী বিদ্যু সমিতির জি,এম আঃ রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমীন চুন্নু, প্রেসকাব সভাপতি মোঃ মোহন মিয়া প্রমূখঅপরদিকে একই দিনে পৃথক পৃথক দুটি স্থানে দুর্গাপুর ও কুল্লাগড়া ইউনিয়নে ইউএনডিপি এর অর্থায়নে প্রায় আশি ল টাকা ব্যায়ে সাড়ে চার কিঃ মিঃ বেড়ী বাঁধ কাজের উদ্ভোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমূল সায়াদা বাবুল, আওয়ামী নেতা রেমন্ড আরেং, ইউ, পি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু, সাইদুর রহমান পাঠান, মোঃ আলী আজগর, বিপ্লব মজুমদার প্রমূখ
পোষ্ট :  বাংলাদেশ সময় : বৃস্হপতিবার রাত  ৪: ০০ মিনিট, ১৫ নভেম্বর, ২০১২   

No comments:

Post a Comment