
সোমবার দুপুরে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ পরিদর্শনকালে মেহের আফরোজ শাওন বিদ্যালয় পরিচালনা
কমিটির সভাপতির দায়িত্ব নেন।
মঙ্গলবার হুমায়ূন আহমেদের চাচা আলতাফুর রহমান জানান, হুমায়ূনের মৃত্যুর পর বিদ্যালয়টি নিয়ে
আমরা দুশ্চিন্তায় ছিলাম। সোমবার দুপুরে শাওন এসে আমাদের সেই দুশ্চিন্তার অবসান ঘটিয়েছে। শাওনকে স্কুল পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব নিয়ে হুমায়ূনের স্বপ্ন বাস্তবায়ন করার অঙ্গীকার করায় আমরা খুবই আনন্দিত হয়েছি।
আমরা দুশ্চিন্তায় ছিলাম। সোমবার দুপুরে শাওন এসে আমাদের সেই দুশ্চিন্তার অবসান ঘটিয়েছে। শাওনকে স্কুল পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব নিয়ে হুমায়ূনের স্বপ্ন বাস্তবায়ন করার অঙ্গীকার করায় আমরা খুবই আনন্দিত হয়েছি।
শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো: আসাদুজ্জামান জানান, স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকে হুমায়ূন স্যার নিজেই পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে
ছিলেন। কিন্তু স্যারের মৃত্যুর পর পদটি শূন্য হওয়ায় সোমবার শাওন ম্যাডামকে
স্যারের জায়গায় বসানো হয়েছে।
পোষ্ট : বাংলাদেশ সময় : মঙ্গলবার রাত ১০: ৪১ মিনিট, সেপ্টেম্বর ১৮, ২০১২।
No comments:
Post a Comment