Wednesday, October 17, 2012

কেন্দুয়ায় পপুলার লাইফের মৃত্যুদাবী চেক প্রদান

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের রোয়াইলবাড়ী শাখার উদ্যোগে বুধবার রোয়াইল বাজারে মৃত্যুদাবী চেক বিতরণ উপলক্ষ্যে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়

বিশিষ্ট সমাজ সেবক দৈনিক খবর প্রতিদিন পত্রিকার সম্পাদক এসএম ইকবাল রূমীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত প্রকল্প পরিচালক
মুখলেছুর রহমানবিশেষ অতিথির বক্তব্য রাখেন, সার্কেল প্রধান অধ্যাপক এনামুল হক আকন্দ, এসডিপিডি একেএম রোস্তম, ডিপিডি আবু বকর সিদ্দিক প্রমূখ

পরে অনুষ্ঠানের সভাপতি উপজেলার বাড়লা গ্রামের মৃত রাশিদা আক্তারের  মৃত্যু দাবীর তার স্বামী লাল মিয়ার কাছে হস্তান্তর করেন

পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের  মাঝে ময়মনসিংহের উত্তরণ জোকার্স ফোরামের শিল্পীরা গান কৌতুক পরিবেশন করেন  

প্রতিবেদন : জিয়াউর রহমান জীবন
পোষ্ট : বাংলাদেশ সময় : বুধবার রাত ১১ : ২৮ মিনিট, ১৭ অক্টোবর,২০১২ 

No comments:

Post a Comment