Tuesday, October 23, 2012

কেন্দুয়ায় হুমায়ুন মেলা’র প্রস্তুতি সভা

কেন্দুয়া প্রতিনিধি (নেত্রকোণা): নেত্রকোণার কেন্দুয়ায় প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৪ তম জন্মদিনে হুমায়ূন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে
হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদের উদ্যোগে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়
হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদের সভাপতি মজিবুর রহমান কিবরির সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক জিয়াউর রহমান জীবনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা আনিছুর রহমান আনজু, সাধারণ সম্পাদক এম আব্দুল ওয়াদুদ ভূঞা, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক শাহীনুর আলম সুমন, রিপোর্টার্স ক্লাব সভাপতি মামুনুর রশিদ মামুন, বেতার ও টেলিভিশন  শিল্পী দিলবাহার খান, প্রদীপ পন্ডিত প্রমূখ
হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদের সভাপতি মজিবুর রহমান কিবরি জানান, আগামী ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের ৬৪তম জন্মদিন পালন উপলক্ষ্যে কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে হুমায়ুন মেলা অনুষ্ঠিত হবে 

পোষ্ট :  বাংলাদেশ সময় : মঙ্গলবার রাত ৯ : ৫৮ মিনিট, ২৩ অক্টোবর, ২০১২

No comments:

Post a Comment