Wednesday, October 3, 2012

১৫ অক্টোবর জাতীয় জাদুঘরে বনপা’র কর্মশালা ও মুক্ত আলোচনা

সংবাদ বিজ্ঞপ্তি ও নোটিশ : বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন ( বনপা) উদ্যোগে আগামী ১৫ অক্টোবর সোমবার বিকেল ৩ টায় জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল মিডিয়ার ভূমিকাশীর্ষক কর্মশালা ও মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছেমাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মশালা উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেনসমাপনী
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান অনুষ্ঠানে প্রতিপাদ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ পাঠ করবেন বিজয় সফটওয়ারের জনক, আনন্দ বাংলা সংবাদ ( আবাস)র চেয়ারম্যান, প্রখ্যাত প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার এছাড়া অনুষ্ঠানে বেশ কয়েকজন আইটি বিশেষজ্ঞ উপস্থিত থেকে পরামর্শ প্রদান করবেনঅনুষ্ঠানে অংশ গ্রহনকারীদেরকে সনদপত্র প্রদান করা হবেউভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বনপা কেন্দ্রীয় কমিটির সভাপতি শামসুল আলম স্বপনদেশের সকল অনলাইন সংবাদপত্রের মালিক ও সম্পাদকদের ( প্রতি সংবাদপত্রের জন্য ২ জন) উক্ত কর্মশালায় অংশ গ্রহন করার জন্য কর্মশালার আহ্বায়ক মিজানুর রহমান হেলাল অনুরোধ জানিয়েছেনআগামী ৭ অক্টোবরের মধ্যে অংশ গ্রহনকারীদের নাম-পদবী , অনলাইন সংবাদপত্রের নাম, ঠিকানা, মোবাইল নং এবং ই-মেইল ঠিকানা নীচের ই-মেইল ঠিকানায় প্রেরন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হলো
অনুগ্রহপূর্বক এই ঠিকানায় ই-মেইল করুন : Email : helalinfo@gmail.com
অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন :
আহ্বায়ক : ০১৭১২৯৮১৫৯৯ সভাপতি : ০১৭১৬৯৫৪৯১৯ / ০১৭৭৬৫০৫০৯০ সাংগঠনিক সম্পাদক : ০১১৯৫৩২০৯০৩

নেত্রকোণার আলো ডেস্ক
পোষ্ট :  বাংলাদেশ সময় : বুধবার রাত ১১: ২৪ মিনিট, ০৩ অক্টোবর, ২০১২

No comments:

Post a Comment