Thursday, October 4, 2012

নেত্রকোণায় শারদীয় দূর্গাপুজার ব্যতিক্রমী প্রস্তুতি চলছে

নেত্রকোণায় এ বছর আসন্ন দূর্গাপূজায় আয়োজকরা ব্যাতিক্রমধর্মী কর্মসূচী হাতে নিয়েছেনপূজা মন্ডপে বাহারী সাজ সজ্জা কিংবা জাঁক জমক পূর্ন আলোকসজ্জা থাকবে না এর জন্য বরাদ্ধকৃত বাজেট মানবিক ও সামাজিক কর্মকান্ডে ব্যয় হবে বলে জানিয়েছেন আয়োজকরা

নেত্রকোণায় প্রতিবছরের মতো এবারও ৪১০টি পূজা মন্ডপে দূর্গাপূজার প্রস্তুতি চলছেদূর্গাপুজাকে সামনে রেখে নেত্রকোণা জেলা শহরসহ উপজেলা গুলোতেও এখন উসবমূখর
পরিবেশ বিরাজ করছেচলছে প্রতিমা তৈরী, গেইট, প্যান্ডেল নির্মানসহ পুজা মন্ডপের প্রাথমিক পর্যায়ের কাজতবে আয়োজকরা জানিয়েছেন এসব মন্ডপে এ বছর বাহ্যিকভাবে চোঁখ ধাধানো জমকালো কোন আয়োজন থাকছেনা দূর্গাপূজার জন্য বরাদ্ধকৃত বাজেটের একটা বড় অংশ ব্যয় করা হবে সামাজিক কর্মকান্ডেএর মধ্যে থাকবে গরীব মেধাবী শিক্ষার্থীদের  উপবৃত্তি প্রদান, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বস্ত্র বিতরনের মত সেবামূলক আরো অনেক কর্মসূচী এ লক্ষ্যেই দূর্গাপূজার প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে বলে জানিয়েছেন আয়োজকরা

এসব কর্মসূচী বাস্তবায়নে সার্বিক সহযোগীতা করবেন বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন সম্পাদক কেশব রঞ্জন সরকার

দলমত নির্বিশেষে সকল ধর্মের মানুষের সহযোগীতায় শারদীয় দূর্গোসবের আয়োজন মানুষের কল্যাণ বয়ে আনবে এমনটাই প্রত্যাশা নেত্রকোনা বাসীর

প্রতিবেদন: লাভলু পাল চৌধুরী
পোষ্ট :  বাংলাদেশ সময় : বৃহস্পতিবার রাত ০৯ : ১৫ মিনিট, ০৪ অক্টোবর, ২০১২

No comments:

Post a Comment