কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোণার কেন্দুয়ায়
এই প্রথম ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত ‘মাসকা সোয়েটার ফ্যাক্টরী লিমিটেডের’ শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা গ্রামে এ ফ্যাক্টরীর
উদ্বোধন করা হয়।
এ উপলক্ষ্যে ফ্যাক্টরী প্রাঙ্গণে রোববার বিকেল ৫টার দিকে এক মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন
করে কর্তৃপক্ষ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদ
চেয়ারম্যান ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রেজাউল করিম ও মাসকা সোয়েটার ফ্যাক্টরীর
ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহম্মেদ। এ সময় ফ্যাক্টরীর কর্মকর্তা, কর্মচারীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাসকা সোয়েটার ফ্যাক্টরীর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ জানান, এলাকার বেকারত্ব দূরীকরণের কথা চিন্তা করেই কেন্দুয়ার মতো মফস্বল
এলাকায় ফ্যাক্টরী প্রতিষ্ঠা করেছি। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে
ফ্যাক্টরীর উৎপাদন কার্যক্রম শুরু হবে। এ জন্য আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করি।
পোষ্ট : বাংলাদেশ সময় : রবিবার রাত ১১: ১২ মিনিট, সেপ্টেম্বর ৩০, ২০১২।
No comments:
Post a Comment