Tuesday, September 25, 2012

নেত্রকোণার বারহাট্টা থানা নবনির্মিত ভবন উদ্বোধন করলেন আইজিপি

মঙ্গলবার সকালে নেত্রকোণা জেলার বারহাট্টা থানার নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার (বিপিএম, পিপিএম, এনিডিসি)

১০ টার দিকে নবনির্মিত ভবনের নাম ফলক উন্মোচন করার পর বারহাট্টা সিকেপি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক নাগরিক সমাবেশে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল কবীর খোকন এতে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি
এসময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘‘এদেশে কোনো অপরাধীদের জায়গা নেই আমাদের সবচেয়ে বড় সমস্যা মাদকমাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
তিনি আরো বলেন সবার সহযোগিতায় চোরাকারবারী, মাদকসহ সব ধরনের অপরাধ প্রতিরোধ করতে হবে
 
নাগরিক সমাবেশে আরও বক্তব্য রাখেন- কবি নির্মলেন্দু গুণ, ঢাকা রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান মিয়া (পিপিএম), জেলা প্রশাসক আনিস মাহমুদ, এআইজি প্রলয় কুমার জোয়ার্দার, জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদ আহম্মদ, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলতান মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মো. আব্দুল কাদের  প্রমুখ

প্রতিবেদন :  নেত্রকোণার আলো, ডেস্ক।
পোষ্ট : বাংলাদেশ সময় : মঙ্গলবার রাত ১০: ১০ মিনিট, সেপ্টেম্বর ২৫, ২০১২ 

No comments:

Post a Comment