Tuesday, October 2, 2012

নেত্রকোণায় ১৮ দলীয় জোটের সভাকে কেন্দ্র করে শহরে বিএনপি ও আওয়ামীলীগের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, সাংবাদিকসহ ২০ জন আহত

নেত্রকোণায় ১৮ দলীয় জোটের সভাকে কেন্দ্র করে শহরে বিএনপি ও আওয়ামীলীগের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, যানবাহন ভাংচুর ও বাড়িঘরে হামলা হয়েছেসংঘর্ষের সময় চ্যানেল আই প্রতিনিধি জাহিদ হাসানসহ অন্তত ২১ জন আহত হয়েছেএসময় ১৬টি মোটরসাইকেল, ১টি মাইক্রোবাস ভাংচুর ছাড়াও একটি মোটরসাইকেল ও  ১৮ দলীয় জোটের সভামঞ্চে আগুন ধরিয়ে দেওয়া
হয়
জেলা বিএনপির সাধারন সম্পাদক আবু তাহের জানান, আজ বেলা ১১টায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট মহুয়া অডিটরিয়ামে  কর্মী সভার নির্ধারিত তারিখ ছিলকিন্তু  সোমবার রাতে যুবলীগ ও ছাত্রলীগ যৌথভাবে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একই সময়ে মহুয়া অডিটরিয়ামে সভা আহ্বান করেসোমবার রাতে প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেপরে স্থান পরিবর্তন করে জোট নেতৃবৃন্দ শহরের পারলা প্রাথমিক বিদ্যালয়ের পাশে বেলা পৌনে ১১টার দিকে সভা করার প্রস্তুতিকালে আওয়ামীলীগের কর্মী সমর্থকরা সেখানে গিয়ে হামলা চালায়এতে ছাত্রদলের ওয়ারেছ উদ্দিন ফারাস, ইকবাল হোসেন, জামরুল ইসলাম, কামরুল ইসলাম, মাসুদ রানা, সুভাস, মোকলেছুর রহমান খান খসরু, নূরে আলম, দেলোয়ার হাসান কামরুল, মিঠু মিজান, রানা, আনিছুর রহমান, ইসলাম উদ্দিনসহ ২০ জন আহত হন
চ্যানেল আইয়ের নেত্রকোণা প্রতিনিধি জাহিদ হাসান নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি রয়েছেজাহিদ হাসান জানান, আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষ চলাকালে ছবি তুলতে চাইলে তার ওপর হামলা হয়১০-১২ জন যুবক লাঠিসোটা নিয়ে তাকে বেধড়ক পেটায়তার ভিডিও ক্যামেরা ছিনিয়ে নেয় এই যুবকেরা
পারলা গ্রামের খায়রুল ইসলাম জানান, সংঘর্ষের সময় তার বাড়িসহ গ্রামের অন্তত ২৫টি বাড়িতে হামলা হয়েছেহামলাকারীরা রামদা দিয়ে বাড়িঘরে কুপিয়েছেএকই গ্রামের রেজাউল ইসলাম জানান, সংঘর্ষের সময় ১৬টি মোটর সাইকেল, একটি মাইক্রোবাস ভাংচুর করা হয়এছাড়াও  আটপাড়া উপজেলার দোওজ গ্রামের আব্দুর রশিদের একটি মোটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়পারলা গ্রামের আশরাফুল ইসলাম জানান, পৌনে ১১টার দিকে আওয়ামীলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিল করে এসে ১৮ দলীয়জোটের সভামঞ্চ পুড়িয়ে দেয়প্রায় এক ঘন্টা ব্যাপী আওয়ামীলীগ ও বিএপির সংঘর্ষ চলাকালে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে পথচারী নারী পুরুষরা দিকবিদিক ছুটাছুটি করতে থাকে
বিকাল চারটার দিকে সংঘর্ষের জের ধরে মোক্তারপাড়া এলাকার জেলা ছাত্রদলের সদস্য খালেদ সাইফুল্লাহ মুন্নার বাসায় হামলা হয়েছেহামলাকারীরা বাসায় ভাংচুর চালায় বলে জানান মুন্না
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বিকাল সাড়ে চারটায় সংঘর্ষের সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে

প্রতিবেদন : লাভলু পাল চৌধুরী
পোষ্ট :  বাংলাদেশ সময় : মঙ্গবার রাত ১০: ৩২ মিনিট, অক্টোবর, ২০১২    


No comments:

Post a Comment